Calcutta High Court: লোডশেডিং-এ জেরবার কলকাতা হাইকোর্ট, SSC মামলার শুনানির মাঝেই গোটা ঘর অন্ধকার!

Calcutta High Court: সোমবারও সমস্যা মেটেনি। এদিন সকাল থেকেই বার বার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। হাইকোর্টের মূল ভবনে মাত্র আধ ঘন্টায় তিনবার লোডশেডিং হয়।

Calcutta High Court: লোডশেডিং-এ জেরবার কলকাতা হাইকোর্ট, SSC মামলার শুনানির মাঝেই গোটা ঘর অন্ধকার!
কলকাতা হাইকোর্টImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 22, 2025 | 3:55 PM

কলকাতা: হাইকোর্টে দু’দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ চলে যাওয়ায় কাজ বন্ধ করে উঠে চলে যাচ্ছেন একাধিক বিচারপতি। এই বিদ্যুতের সমস্যার কথা মেনে নিয়েছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষও। কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টা নিয়ে বিদ্যুৎ বিভাগ এবং পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে।

হাইকোর্ট কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত ত্রুটির কারণে মাঝে মাঝেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটছিল। আর এই সমস্যা হবে না বলেই আশ্বাস দিচ্ছে তারা।

ঘটনার সূত্রপাত হয় গত সোমবার। বিচারপতি দেবাংশু বসাকের ঘরে তখন চলছে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত আদালত অবমাননার মামলা। দুম করে পাওয়ার কাট। গোটা ঘর অন্ধকার হয়ে যায়। মিনিট তিনেক পরেও বিদ্যুৎ না আসায় দুজন বিচারপতিই উঠে চলে যান।

সোমবারও সমস্যা মেটেনি। এদিন সকাল থেকেই বার বার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। হাইকোর্টের মূল ভবনে মাত্র আধ ঘন্টায় তিনবার লোডশেডিং হয়। ফলে সমস্যা শুরু হয় অনলাইন মামলা শোনার ক্ষেত্রেও।

পরে সিইএসসি জানিয়ে দেয় যে তাদের তরফ থেকে কোনও সমস্যা ছিল না। এটা আদালতের নিজস্ব টেকনিকাল সমস্যা বলে দাবি করেছে এসএসসি।