WB Police on Mamata Banerjee: সরকারি প্রকল্পের সুবিধা থেকে ঋণ পাইয়ে দেওয়া, মুখ্যমন্ত্রী নাম করে চলছিল প্রতারণা, সতর্ক করল পুলিশ

West bengal Police: রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নাম ভাঁড়িয়ে কিছু বিজ্ঞাপন চালানো হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, তৎক্ষণাৎ ঋণ, সিআইবিআইএল ছাড়াই ঋণ, সরকারি অনুমোদন ঋণ প্রকল্প, কোনও যাচাই ছাড়া ঋণ দেওয়া হবে। এই ধরনের বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য এই ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে।

WB Police on Mamata Banerjee: সরকারি প্রকল্পের সুবিধা থেকে ঋণ পাইয়ে দেওয়া, মুখ্যমন্ত্রী নাম করে চলছিল প্রতারণা, সতর্ক করল পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 28, 2025 | 1:14 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে ঋণ প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে সতর্কবার্তা পুলিশের। প্রতারণার হাত থেকে জনসাধারণকে বাঁচাতে ফেসবুকে পোস্ট পুলিশের। সেই কারণেই জনগণকে সতর্ক করে এই পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী নাম ভাঁড়িয়ে কিছু বিজ্ঞাপন চালানো হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, তৎক্ষণাৎ ঋণ, সিআইবিআইএল ছাড়াই ঋণ, সরকারি অনুমোদন ঋণ প্রকল্প, কোনও যাচাই ছাড়া ঋণ দেওয়া হবে। এই ধরনের বিজ্ঞাপনগুলি সম্পূর্ণ ভুয়ো। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্য এই ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। পুলিশ এও জানিয়েছে, এই ধরনের কোনও ঋণ প্রকল্প মাননীয়া মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত নয়। জানা যাচ্ছে, এই চক্রের ফাঁদে পড়ে প্রচুর মানুষের কাছ থেকে খোয়া যাচ্ছিল টাকা। এই ধরনের লাগাতার অভিযোগ আসছিল পুলিশের কাছে। তখনই নড়েচড়ে বসে পুলিশ।

এ দিন পুলিশের তরফে একই সঙ্গে জনগণকে পরামর্শ দেওয়া হয়েছে, অচেনা কোনও লিঙ্কে ক্লিক না করার জন্য। এমনকী, কোনও ধরনের অ্যাপ যাতে ইনস্টল না করা হয়। ওটিপি, ব্যাঙ্কের তথ্য এবং পরিচয়পত্র শেয়ার না করারও পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র ঋণের ক্ষেত্রে কেবলমাত্র অনুমোদিত ব্যাঙ্ক,NBFC বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।