Local Train: ফের একগুচ্ছ ট্রেন বাতিল শিয়ালদহে, বাড়ি থেকে বের হওয়ার আগে দেখে নিন তালিকা
Local Train: আগামী ৬ ও ৭ তারিখ শিয়ালদহ, নৈহাটি, কল্যাণী সীমান্ত থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিনই বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে রেল। নৈহাটি স্টেশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে রেলের তরফে বলা হয়েছে।
কলকাতা: ফের ট্রেন বাতিল শিয়ালদহে (Sealdah Station)। ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। আগামী শনিবার ও রবিবার রেলের রক্ষাণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে। সে কারণে আগামী ৬ ও ৭ তারিখ শিয়ালদহ, নৈহাটি, কল্যাণী সীমান্ত থেকে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিনই বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়েছে রেল। যাত্রীদের অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
৬ তারিখ বাতিলের তালিকায় থাকছে
37557 আপ নৈহাটি–ব্যান্ডেল, ডাউন 37558 ব্যান্ডেল নৈহাটি লোকাল
শিয়ালদহ – শান্তিপুর: আপ 31541/ ডাউন 31540
শিয়ালদহ – রানাঘাট: আপ 31631/ ডাউন 31636
কল্যাণী সীমান্ত – নৈহাটি: ডাউন 31192
৭ তারিখ বাতিলের তালিকায় থাকছে
নৈহাটি – ব্যান্ডেল: আপ 37521, 37523, 37525/ ডাউন 37522, 37524 এবং 37526
শিয়ালদহ – কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812
শিয়ালদহ – শান্তিপুর: আপ 31511/ ডাউন 31514
শিয়ালদহ – রানাঘাট: আপ 31611/ ডাউন 31614
একইসঙ্গে ৬ তারিখ শনিবার আপ 13153 শিয়ালদহ – মালদা টাউন গৌর এক্সপ্রেস এবং 13189 শিয়ালদহ – বালুরঘাট এক্সপ্রেস ঘুরপথে চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে। ৭ তারিখ ঘুরপথে চলবে 13160 জোগবানি-কলকাতা এক্সপ্রেস, 15050 গোরখপুর-কলকাতা এক্সপ্রেস, 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌর এক্সপ্রেস এবং 13186 জয়নগর-কলকাতা গঙ্গাসাগর এক্সপ্রেস। তালিকায় আছে
13142 নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ তিস্তা তোর্ষা এক্সপ্রেস, 13164 সহরসা – শিয়ালদহ হাট বাজার এক্সপ্রেস, 13190 বালুরঘাট – শিয়ালদহ এক্সপ্রেস এবং 13146 রাধিকাপুর – কলকাতা এক্সপ্রেস।