
কলকাতা: ফের ট্রেন বাতিল। ফের ভোগান্তির আশঙ্কা হাওড়া শাখায়। ৩০ তারিখ রবিবার হাওড়া ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হল। নানাবিধ ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের কারণেই ট্রেন বাতিল বলে রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে।
৩০ তারিখ বাতিল থাকছে যে সমস্ত লোকাল ট্রেন…
হাওড়া থেকে: ৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩
ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬
বর্ধমান থেকে: ৩৬৮৩৪
শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬
আরামবাগ থেকে: ৩৭৩৬৪, ৩৭৩৯৬
অন্যদিকে ৩৭৩৬৫ হাওড়া – আরামবাগ লোকালের যাত্রাপথ সংক্ষেপিত করা হচ্ছে। ওইদিন ট্রেনটি তারকেশ্বর স্টেশন পর্যন্ত যাবে। চলতি মাসের শুরু থেকেই দফায় দফায় ট্রেন বাতিল থেকে হাওড়া ডিভিশনে। ২ নভেম্বর বাতিল ছিল ১২টি ট্রেন। বাতিলের ছবি দেখা গিয়েছিল ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলি, কাটোয়া থেকে। ৯ তারিখেও হাওড়া ডিভিশনের একাধিক রুটে একাধিক বাতিলের ঘোষণা করা হয়। বাতিল ছিল ১১টি ট্রেন। পাশাপাশি ওই সময়েও একাদিক ট্রেনে যাত্রাপথ কাটছাঁট করা হয়েছিল।
শুধু হাওড়া ডিভিশন নয়, বিগত কয়েক মাস ধরে শিয়ালদহ ডিভিশনেও একাধিক শাখায় দফায় দফায় বাতিল থেকেছে একাধিক লোকাল। চরমে উঠেছে যাত্রীদের ভোগান্তি। হাসনাবাদ, থেকে ডানকুনি, বনগাঁ, সব শাখাতেই বাতিল থেকেছে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন। সিগন্যালের রক্ষণাবেক্ষণ, ট্র্যাকের কাজ, ওভারহেডের কাজ সহ নানা কারণে বাতিল থেকে লোকাল ট্রেন। অনেক সময়েই সময়সূচি বদলেছে দূরাপাল্লার ট্রেনেরও। তবে নতুন বছর থেকে সেই সমস্যা কিছুটা কমলেও একেবারে যে মিটে গিয়েছে বলা যাচ্ছে না।