Moloy Ghatak: মলয় ঘটকের ছেলের বাড়িতে ভাঙা হচ্ছে লকার, লেক গার্ডেন্সে মন্ত্রীর বাড়িতেও CBI তল্লাশি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 07, 2022 | 11:12 AM

Lake Gardens: বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে মলয় ঘটকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। প্রথমে সিবিআই আধিকারিকরা মন্ত্রী আসানসোলের বাড়িতে যান।

Moloy Ghatak: মলয় ঘটকের ছেলের বাড়িতে ভাঙা হচ্ছে লকার, লেক গার্ডেন্সে মন্ত্রীর বাড়িতেও CBI তল্লাশি
লেক গার্ডেন্সের বাড়ি (নিজস্ব ছবি)

Follow Us

কলকাতা: মন্ত্রী মলয় ঘটকের ৬টি বাড়িতে একযোগে চলছে সিবিআই (CBI) এর তল্লাশি অভিযান। কয়লা পাচারকাণ্ডে চলছে তল্লাশি। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে মলয় ঘটকের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। প্রথমে সিবিআই আধিকারিকরা মন্ত্রী আসানসোলের বাড়িতে যান। এর পাশাপাশি কলকাতার লেক গার্ডেন্সের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।

সূত্রের খবর, লেক গার্ডেন্সের এই বাড়িতে মন্ত্রীর পুত্র ও পুত্রবধূ থাকেন। বাড়িটি বাইরে থেকে তালা থাকায় বাড়ির রাঁধুনিকে দিয়ে গোয়েন্দারা তালা ভাঙার কর্মী ডেকে আনেন। এরপর ঘরে ঢুকে আলমারির তালা ভাঙার নির্দেশ দেন গোয়ন্দা আধিকারিকরা। বাড়ির পাশে মোতায়েন রয়েছেন প্রচুর নিরাপত্তারক্ষী। তবে এই মুহূর্তে বাড়িতে কারা রয়েছে বা সামগ্রিক ভাবে কাদের সঙ্গে গোয়েন্দা আধিকারিকরা কথা বলছেন তা কিন্তু স্পষ্ট নয়।

বস্তুত, মলয় ঘটকের আসানসোলের তিনটি বাড়ি ও কলকাতার তিনটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। কয়লা পাচার মামলাতেই চলছে তল্লাশি। কয়েকটি দলে ভাগ হয়ে একযোগে মলয় ঘটকের ছ’টি বাড়িতে অতর্কিতে হানা দিয়েছেন তদন্তকারীরা।

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মলয়ের বিভিন্ন বাড়িতে তল্লাশি করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। কলকাতার লেক গার্ডেন্স, রাজভবনের সরকারি আবাসনেও তল্লাশি চলছে। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। সিবিআই হানা দিলেও মন্ত্রী তাঁর বাড়িতে নেই। স্বভাবতই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে । এর আগেও মলয়কে বেশ কয়েকবার ইডি তলব করেছিল । একবার তিনি হাজিরাও দিয়েছিলেন । তবে পরপর বেশ ক’বার তিনি ইডির জেরা এড়িয়ে গিয়েছিলেন বলে সূত্রের খবর।

 

Next Article