
কলকাতা: ২০২০ সালে মুর্শিদাবাদ জেলা থেকে এক ব্যক্তির ভোটার কার্ডে কুকুরের ছবি ব্যবহার করা হয়। যা নিয়ে যথেষ্ট হইচই হয়েছিল। সেটা ছবি বিভ্রাট ছিল। সেই জেলাতেই আবারও ভোটার কার্ডে ছবি নিয়ে অভিযোগ। আর এবার একেবারে দুর্নীতির অভিযোগ উঠল। একজনের তথ্য, অথচ কার্ডে ব্যবহার হচ্ছে অন্য জনের ছবি। জাতীয় নির্বাচন কমিশনকে এমনই অভিযোগ জানাল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি। মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে।
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অসীমকুমার রায় সোমবার নির্বাচন কমিশনে অভিযোগ জানান, কম্পিউটার এক্সপার্টদের সাহায্য নিয়ে তৃণমূলের কিছু লোকজন ভোটার কার্ডের ছবি বদল করছে। অভিযোগ, বহরমপুর লোকসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে। তারা বলছে, এটা এক ধরনের ‘আল্ট্রা টেকনিকাল স্ক্যাম’।
অভিযোগপত্রে লেখা হয়েছে, ‘তৃণমূলের একটা অংশের কর্মীরা নিরীহ ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। এরপরই সেই তথ্যের সঙ্গে কার্ডে বদল করা হচ্ছে ছবি।’ ভোটকর্মী এবং সিএপিএফের চোখে ধূলো দিতে এইসব করা হচ্ছে বলে কমিশনকে জানিয়েছে কংগ্রেস।
২০২২ সালে মুর্শিদাবাদের রামনগরে সুনীল কর্মকার নামে এক ব্যক্তি ভোটার কার্ড সংশোধনের জন্য পাঠিয়েছিলেন। এরপর যখন ‘সংশোধিত’ কার্ড তিনি হাতে পান, চোখ কপালে ওঠে। কার্ডে তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি! তবে সেবার উঠেছিল গাফিলতির অভিযোগ, এবার সেই জেলা থেকে একেবারে দুর্নীতির অভিযোগ উঠে এল।