Loksabha Vote: ঝড়-ঝঞ্ঝায় ষষ্ঠ দফার ভোট চৌপাট হলে? বৈঠকে বসছে নির্বাচন কমিশন

EC: আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। জঙ্গলমহলের জেলাগুলিতে এই দফাতেই ভোট। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চম দফায়ও দুর্যোগের কারণে সাময়িক সময়ের জন্য হলেও সমস্যায় পড়তে হয়েছে ভোটারদের। ব্যারাকপুর, বনগাঁয় তুমুল ঝড় বৃষ্টি হয় সোমবার।

Loksabha Vote: ঝড়-ঝঞ্ঝায় ষষ্ঠ দফার ভোট চৌপাট হলে? বৈঠকে বসছে নির্বাচন কমিশন
এই ছবি দেখা গিয়েছিল পঞ্চম দফার ভোটে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2024 | 4:15 PM

কলকাতা: ষষ্ঠ দফার ভোটের আগে ঝড়-বৃষ্টি নিয়ে চিন্তায় নির্বাচন কমিশন। বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)। বুধবার বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবের সঙ্গে বৈঠকে বসছেন সিইও। সংশ্লিষ্ট কেন্দ্রের জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সিইও দফতর সূত্রে খবর, বুধবার দুপুরে আলাদা আলাদা করে এ বিষয়ে দু’টি বৈঠক করবেন তিনি। যে বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন জেলাশাসকরা।

আগামী শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ এদিন। জঙ্গলমহলের জেলাগুলিতে এই দফাতেই ভোট। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পঞ্চম দফায়ও দুর্যোগের কারণে সাময়িক সময়ের জন্য হলেও সমস্যায় পড়তে হয়েছে ভোটারদের। ব্যারাকপুর, বনগাঁয় তুমুল ঝড় বৃষ্টি হয় সোমবার।

শনিবারও সেই পরিস্থিতি তৈরি হলে, দুর্যোগ দেখা দিলে বুথ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা কমিশনের। সেইমতো আগাম প্রস্তুতি নিতে বৈঠকে বসছেন কমিশনের আধিকারিক। এর আগে উত্তরবঙ্গে ভোটে দুর্যোগের ফলে কয়েকটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় বুথ সারিয়ে ভোট করাতে হয়েছিল কমিশনকে।