Lords More: ১২০টি দোকান ভেঙে দেওয়ার অভিযোগ, লর্ডসের মোড়ে ব্যাপক অশান্তি

Kolkata: ব্যবসায়ীদের দাবি, কোনও রকম নোটিস ছাড়াই এই ভাঙাভাঙি শুরু হয়। এমনকী মৌখিকভাবেও তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ। এ প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, "আমাদের বলা হয়নি দোকান ভাঙব। কোনও নোটিস দেওয়া হয়নি। মুখেও বলেনি।"

Lords More: ১২০টি দোকান ভেঙে দেওয়ার অভিযোগ, লর্ডসের মোড়ে ব্যাপক অশান্তি
লর্ডসের মোড়ে ব্যাপক গন্ডগোলImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 12, 2025 | 3:21 PM

কলকাতা: কলকাতার লর্ডেসের মোড়ে উচ্ছেদ অভিযান। সরকারি জমি জবল-দখলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। এ দিন কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের পক্ষ থেকে অধিগ্রহণ করা জমি দখল মুক্ত করা হয়। সেই নিয়ে ব্যবসায়ীদের প্রবল বিক্ষোভের মুখে পুরসভার কর্মীরা।

সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য ও সংস্কৃতি দফতরের হাতে থাকা ২৯ কাটা জমি দখল মুক্ত করার নির্দেশ দেন। সেই মেনেই এ দিন কলকাতা পুরসভা আটটি ডাম্পার, একটি জেসিবি ও একটি টেলিয়ান নিয়ে আসে। এরপর দুপুর নাগাদ শুরু হয় উচ্ছেদ অভিযান। কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে দখল মুক্ত অভিযান চালু হয়। সেই প্রতিবাদ করেন সেখানকার ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, কোনও রকম নোটিস ছাড়াই এই ভাঙাভাঙি শুরু হয়। এমনকী মৌখিকভাবেও তাঁদের জানানো হয়নি বলে অভিযোগ। এ প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, “আমাদের বলা হয়নি দোকান ভাঙব। কোনও নোটিস দেওয়া হয়নি। মুখেও বলেনি।” আরও এক ব্যক্তি বলেন, “দুপুর দু’টো নাগাদ এখানে এল। তারপর ভাঙতে শুরু করল। প্রায় ১২০টা দোকান ভেঙে দিয়েছে। আমাদের দোকানগুলি ইচ্ছা করে ভেঙে দিয়েছে।” মহিলা এক ব্যবসায়ী বলেন, “এরা ইচ্ছাকৃত আগুন লাগায়। খিদিরপুরের বাজারে যে আগুন লাগায়, তা ইচ্ছা করে লাগানো হয়েছে। এই যে ভাঙাভাঙি চলছে সব জানে ওরা।আজ সকাল দশটা নাগাদ এসে বলছে আমরা পিছনটা পরিস্কার করব দোকান ভাঙব না। তারপর দেখুন কী করে দিয়েছে…।”