
কলকাতা: সাতসকালে কাঁকুরগাছিতে মর্মান্তিক ঘটনা। বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্র। স্কুলে যাওয়ার পথে পিষে দিল লরি। ছাত্রের পায়ের ওপর দিয়ে লরি চলে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছাত্র। ঘাতক লরি চালককে আটক করা হয়েছে। কাঁকুরগাছি বেঙ্গল কেমিক্যালের কাছে বুধবার সকাল সাড়ে ছ’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, বিধাননগর স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ে ওই ছাত্র। বাবার বাইকের পিছনে বসে ছিল সে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বেঙ্গল কেমিক্য়ালে সামনে বাইকের পিছনে ঝড়ের গতিতে আসা একটি লরি ধাক্কা মারে। বাইকের পিছন থেকে ছিটকে পড়ে যায় ছাত্রটি। কিন্তু লরির চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ছাত্রের পায়ের ওপর দিয়েই চলে যায়।
ছাত্রের পা থেঁতলে যায়। আশপাশ থেকে পথ চলতি সাধারণ মানুষ ছুটে এসে লরিটিকে দাঁড় করায়। লরির চালককে আটক করা হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রটিকে। জানা যাচ্ছে, ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় দোকানের এক কর্মী বলেন, “আমরা তখন কাজ করছি। তখনই আওয়াজ। এসে দেখছি, লরিটা দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটার পা-টার কিচ্ছু নেই। পুরো বাদ হয়ে গিয়েছে একেবারে।”
বছর দুয়েক আগে এরকমই এক মর্মান্তিক ঘটনা ঘটে বেহালায়। বড়িষা হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সৌরনীল সরকার তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল। বেহালা চৌরাস্তায় সকাল সাড়ে ৬টা নাগাদ মাটিবোঝাই একটি লরি বেপরোয়া গতিতে পিষে দিয়েছিল ছোট্ট সৌরনীলকে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মায়ের কোল খালি হয়ে যায়। সেবার বহু প্রশ্ন উঠেছিল ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে। এবারও সেই একই ঘটনা!