Weather Update: নিম্নচাপের করাল গ্রাসে বাংলা, প্রজাতন্ত্র দিবসেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস?
Bengali News of Kolkata, Kolkata, Republic Day also has Rain Forecast, Rain Forecast, Alipore Met Office, Met Office, Weather News, Rain, Rain News, কলকাতা, কলকাতার বাংলা খবর, প্রজাতন্ত্র দিবসেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দফতর, আবহাওয়া দফতর, আবহাওয়ার খবর, বৃষ্টি, বৃষ্টির খবর
কলকাতা: মঙ্গলবার রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টিটা শুরু হয়েছিল। বুধবার সকাল থেকেও একই ছবি। দিন কেটে সন্ধ্যা নামলেও মেঘলা আকাশের ছবিটা বদলালো না। দিনভর কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় চলল হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূম বাদ দিয়ে সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটাই ধীরে ধীরে কলকাতার উপর আসছে। সে কারণেই বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে মনে করা হচ্ছে।
এদিন রাতেও কলকাতায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এদিন রাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে হাসবে আকাশ। মিলবে রোদের দেখা। তারপর থেকে আগামী পাঁচদিন বঙ্গে বৃষ্টির আর কোনও পূর্বাভাস নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহওয়া দফতর। বৃষ্টি হবে না প্রজাতন্ত্র দিবসেও।
তবে এই কদিন উত্তরের বেশিরভাগ জেলাতে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দার্জিলিং-কালিম্পংয়ে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে। তবে কুয়াশার দাপট চলবে দুই বঙ্গেই। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূমে কুয়াশার দাপট থাকবে। এদিক বৃষ্টির জেরে গত কয়েকদিন তাপমাত্রার পারা ঊর্ধ্বমুখী থাকলেও বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শীতলতম দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস।