AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maa Flyover: আজ রাত থেকেই বন্ধ মা উড়ালপুল

Maa Flyover: কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে অনুমোদন পাওয়ার পরেই KMDA-এর তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। KMDA সূত্রে খবর, রাস্তা সারাইয়ের পাশাপাএশি সিসিটিভি এবং কিছু বৈদ্যুতিন কাজও চলবে এই কদিন।

Maa Flyover: আজ রাত থেকেই বন্ধ মা উড়ালপুল
মা উড়ালপুলImage Credit: Facebook
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 4:37 PM
Share

কলকাতা: পুজোর আগেই সারাইয়ের কাজ হবে। এই জল্পনা শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। কিন্তু, মিলছিল না কলকাতা ট্র্য়াফিক পুলিশের। অবশেষে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্লাইওভার (Maa Flyover Repair Work), মা-এর ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শুরু হচ্ছে মঙ্গলবার রাত থেকে। সূত্রের খবর, ইতিমধ্যেই ইস্ট ট্র্যাফিক গার্ডের তরফে দেওয়া হয়েছে অনুমতি। মঙ্গলবার থেকে আগামী ৫ দিন রাত সাড়ে ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত চলবে কাজ। এই সময় উড়ালপুলে সম্পূর্ণভাবে যান চলচল বন্ধ রাখা হবে বলে খবর। খবর কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ সূত্রে (KMDA)। 

প্রসঙ্গত, শহরের এই ব্যস্ততম উড়ালপুলের একাধিক জায়গা খানাখন্দে ভরে গিয়েছে, যান চলাচলের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে চলছে সমস্যা। বাড়ছে যানজট। প্রাণ হাতে করে উড়ালপুলে উঠছেন শহরবাসী। তাই সারাইয়ের দাবি অনেক আগের। কাজ করতে উদ্যোগীও হয়েছিল কেএমডিএ। কিন্তু, দীর্ঘ সময় মা উড়ালপুল বন্ধ করে কাজ করলে আশপাশের রাস্তার উপর যানবাহনের চাপ অনেকটা বেড়ে যাবে। বাড়বে যানজট। সেই আশঙ্কাতেই কলকাতা ট্র্য়াফিক পুলিশের তরফে দেওয়া হচ্ছিল অনুমতি। তবে সারাইয়ের যে প্রয়োজনীয়তা রয়েছে তা মানছিল সব মহলেই। এ বিষয়ে কেএমডিএ-র আধিকারিকদের সঙ্গে ট্র্য়াফিক কর্তাদেরও কয়েকবার বৈঠকও হয় বলে খবর। তারপরেই মেলে রফা সূত্র। 

শেষে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে অনুমোদন পাওয়ার পরেই KMDA-এর তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। KMDA সূত্রে খবর, রাস্তা সারাইয়ের পাশাপাএশি সিসিটিভি এবং কিছু বৈদ্যুতিন কাজও চলবে এই কদিন। বৃহস্পতিবার রাতে মা ফ্লাইওভার থেকে রুবির দিকে নামার র‍্যাম্প এবং সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার ওঠার র‍্যাম্পের কাজ হবে বলে জানা যাচ্ছে।