Maa Flyover: প্রায় একমাসের জন্য বন্ধ হতে চলেছে মা উড়ালপুল

Maa Flyover: জানানো হয়েছে, ওই গাড়িগুলি ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে।

Maa Flyover: প্রায় একমাসের জন্য বন্ধ হতে চলেছে মা উড়ালপুল
মা উড়ালপুল (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 25, 2025 | 9:25 PM

কলকাতা: প্রায় একমাসের জন্য বন্ধ হতে চলেছে মা উড়ালপুল। রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ থাকবে উড়ালপুল। রোজ রাত ১১ টা থেকে সকাল ৬ টা অবধি বন্ধ থাকবে উড়ালপুল। ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ রাখা হবে সাইন্স সিটি থেকে পিটিএস-মুখী অংশ বন্ধ রাখার সিদ্ধান্ত। রাতের বেলা ওইমুখী যাওয়া গাড়িগুলোকে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজ দিয়ে ঘোরানো হবে।

জানানো হয়েছে, ওই গাড়িগুলি ইএম বাইপাস, পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে জানুয়ারিতেও মা উড়ালপুল দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেক্ষেত্রে বিশেষত রাত ১০টার পর থেকে মা উড়ালপুলে বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত কয়েক মাসে মা উড়ালপুল একের পর এক দুর্ঘটনার পর কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ তেকেও পদক্ষেপ করা হয়।

পরবর্তীকালে একটি প্রশাসনিক বৈঠকে এই সিদ্ধান্তের ব্যাপারে আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কলকাতা ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।