Maa Flyover: পরপর তিনটি গাড়িতে ধাক্কা, মা উড়ালপুলে বেপরোয়া গতির তাণ্ডব

Maa Flyover: সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার যেখানে পার্কসার্কাসমুখী হচ্ছে, সেই ডিভাইডারের কাছেই একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অনান্য গাড়ির চালকরা জানাচ্ছেন, ওই গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকেও অনেকটা বেশি ছিল। ঘণ্টা ৮০ কিলোমিটার বেগে আসছিল গাড়িটি।

Maa Flyover: পরপর তিনটি গাড়িতে ধাক্কা, মা উড়ালপুলে বেপরোয়া গতির তাণ্ডব
মা ফ্লাইওভারে দুর্ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 15, 2025 | 2:20 PM

কলকাতা: মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পরপর চারটে গাড়ি। জানা যাচ্ছে, একটা গাড়ি দ্রুত গতিতে এসে পরপর তিনটে গাড়িকে ধাক্কা মারে। তবে দুর্ঘটনায় কারোর মৃত্যুর খবর নেই। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ। ফ্লাইওভারের ওপরে কিছুটা হলেও যানজট তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার যেখানে পার্কসার্কাসমুখী হচ্ছে, সেই ডিভাইডারের কাছেই একটি গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অনান্য গাড়ির চালকরা জানাচ্ছেন, ওই গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকেও অনেকটা বেশি ছিল। ঘণ্টা ৮০ কিলোমিটার বেগে আসছিল গাড়িটি। মা ফ্লাইওভারে ব্যস্ত সময়ে যথেষ্ট ট্রাফিক ছিল। সেই পরিস্থিতিতে সামনের গাড়ি ব্রেক কষে, তারপরই পিছনের গাড়িতে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ঘাতক গাড়ি।

কেবল একটা নয়, পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। চারটে গাড়িই একেবারে দুমড়ে মুচড়ে যায়। বেশ কয়েকজন আহতও হয়েছেন। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় গুরুতর জখম কেউ নেই। তিনটি গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। গাড়িচালককে আটক করেছে পুলিশ।

মা ফ্লাইওভারে ৬০ কিলোমিটারের বেশি বেগে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তবুও মা ফ্লাইওভারে আখছার দুর্ঘটনা ঘটেই থাকে। প্রাণহানির ঘটনাও ঘটে। দুর্ঘটনার জেরে মাঝে রাতে মা ফ্লাইওভারে গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে তা তুলে দেওয়া হয়। মোতায়েন থাকে পুলিশও। কিন্তু তারপরও কোনওভাবে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। কিন্তু ওই চালক কী কারণে ওই ব্যস্ততম সময়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তা জানার চেষ্টা করছেন পুলিশকর্তারা।