SIR-এর এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে ভুল করেছেন? কী করবেন তাহলে!
Special Intensive Revision: অনেকেই এমন রয়েছে, যাঁরা ফর্ম ফিলআপ করে ফেলেছেন। আপনি এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে কোনও জায়গায় ভুল লিখলেন। অনেকেরই এমন হয়েছে। সেই ক্ষেত্রে কী করণীয়? কী বলছেন বিএলও-রা?

আপনার বিএলও আপনাকে এতদিনে নিশ্চয় এসআইআরের ফর্ম দিয়ে গিয়েছে। অনেকেই এমন রয়েছে, যাঁরা ফর্ম ফিলআপ করে ফেলেছেন। আচ্ছা, ফর্ম ফিলআপ করতে গিয়ে কি ভুল করেছেন আপনি? ভুল করে ফেললে কী হবে? সেই ভুল শোধরাবেন কীভাবে?
ধরা যাক, আপনি এনুমারেশন ফর্ম ফিলআপ করতে গিয়ে কোনও জায়গায় ভুল লিখলেন। অনেকেরই এমন হয়েছে। সেই ক্ষেত্রে কী করণীয়? কী বলছেন বিএলও-রা? বরাহনগর বিধানসভা এলাকার এক ব্যক্তি বলছেন তাঁর ফর্মে অনেক ভুল হয়েছিল। তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরবর্তীতে তাঁর বিএলওকে এই ভুলে ব্যাপারে জানিয়ে তিনি ফোন করেন। তাঁর কথায়, ‘বিএলও এই ভুলের কথা শুনে আমাকে বলল যদি একটা ফর্মে ভুল হয়ে থাকে তাহলে অন্যটায় স্পষ্ট করে সব তথ্য লিখতে। আর যদি দুটোতেই ভুল ফিলআপ হয়ে থাকে তাহলে পেন দিয়ে কেটে পাশের ফাঁকা জায়গায় সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিতে।
আবার এমনই ভুল করেছিলেন বেলেঘাটার এক বাসিন্দা। তিনিও এই বিষয়টি নিয়ে বিএলও-র সঙ্গে যোগাযোগ করেছিলেন। বিএলও তাঁকে জানিয়েছেন এমন ভুল হয়ে থাকলে ভুলের উপর হোয়াইটনার দিয়ে সেই ভুল মুছে দিয়ে, তার উপর সঠিক ভাবে ফিলআপ করতে।
পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এসআইআর নিয়ে কথা বলেছেন আকাশবাণীর একটি পডকাস্টে। সেখানে তিনি বলছেন, এসআইআরের ফর্ম ভরতে গিয়ে ভুল করলে সেই লাইনটা পেন দিয়ে কেটে পাশে সঠিক তথ্য লিখতে হবে। তিনি আরও বলছেন, এর পাশে সইও করে দিতে হবে।
তাহলে বিএলওরা বলছেন দুই ভাবেই করা যায়। ফলে এই ক্ষেত্রে আপনি কী করবেন, সেটা আপনার বিএলওকে একবার জিজ্ঞাস করুন। তিনি আপনাকে সবচেয়ে ভাল ভাবে বুঝিয়ে দেবেন। তবে, এটা খেয়াল রাখবেন, আপনার কোনও ফিলআপে গোলমাল হলে, আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার যে কোনও একটা বৈধ নথি নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে। তাহলেই হবে, ফাইনাল তালিকায় নাম উঠে যাবে আপনার।
