Madhyamik 2024: এবছর আসতে চলছে বড় বদল, মাধ্যমিকের ১ মাসে আগে জানালেন পর্ষদ সভাপতি

Koushik Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 03, 2024 | 3:32 PM

Madhyamik 2024: বুধবার মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কলকাতা আঞ্চলিক কার্যালয় অনুমোদিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি।

Madhyamik 2024: এবছর আসতে চলছে বড় বদল, মাধ্যমিকের ১ মাসে আগে জানালেন পর্ষদ সভাপতি
পরীক্ষার্থী (ফাইল ছবি)
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: আর বেশি দিন বাকি নেই। ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এত দুর্নীতি, বেনিয়মের মাঝে এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতেও কড়া পদক্ষেপ করছে পর্ষদ। বুধবার মুর্শিদাবাদের একটি সাংবাদিক বৈঠকে জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।  মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস রুখতে নতুন নিদের্শিকা মধ্য শিক্ষা পর্ষদের।

কী কী সেই নির্দেশিকা?

পর্ষদ সভাপতি জানিয়েছেন,
১. এই বছর প্রশ্নপত্রে ব্যবহার করা হবে কোড।

২. পরীক্ষা চলাকালীন নিরাপত্তায় কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না।

৩. যে বিদ্যালয়ে ‘বাউন্ডারি ওয়াল’ নেই, সিসিটিভি নেই, সেখানে কোনওরকম ভাবে পরীক্ষার সেন্টার হবে না।

৪. আপৎকালীন সহায়তা দল তৈরি করা হয়েছে।

৫. পরীক্ষার সিট রুমে অনেক সময় অ্যাটেন্ডেন্ট বা চতুর্থ শ্রেণির কর্মীরা  কুরিয়ারের কাজ করেন, সেই দিকে নজর রাখতে হবে।

বুধবার মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কলকাতা আঞ্চলিক কার্যালয় অনুমোদিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি। সেখানে পর্ষদ সভাপতি জানান, কিছু জায়গায় সিস্টেমের কারণে সংশয় তৈরি হয়। তবে সেগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

চলতি ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। বেলা ১১ টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী প্রায় সাত লক্ষ।

Next Article
Kolkata: বাড়িতে পচছে ৩টি দেহ-বাবা, মা, ছেলের, দুর্গন্ধে ঢেকেছে গড়িয়া
Leaps and Bounds: ‘লিপ্স অ্যান্ড বাউন্ডস’ মামলায় কালীঘাটের দুটি বাড়ি বাজেয়াপ্ত করছে ED: সূত্র