Madhyamik: মাধ্যমিকের তৃতীয়ায় আরও ৩ জনের পরীক্ষা বাতিল, এবারও সেই মালদাতেই

Madhyamik Exam: আগের দু’দিনও প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাওয়ার ঘটনায় উঠে এসেছিল এই মালদা জেলার নামই। বাংলা পরীক্ষা প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপে। ঘটনায় মালদার দুই স্কুলের দুই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা এ বছরের মতো বাতিল করেছিল পর্ষদ। তারপর ইংরেজি পরীক্ষার দিনও একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইংরেজির প্রশ্নপত্র।

Madhyamik: মাধ্যমিকের তৃতীয়ায় আরও ৩ জনের পরীক্ষা বাতিল, এবারও সেই মালদাতেই
মালদায় মাধ্যমিক পরীক্ষা দিতে ঢুকছে পরীক্ষার্থীরাImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Feb 05, 2024 | 5:31 PM

মালদা: প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা… তারপর ইতিহাস পরীক্ষা। পর পর টানা তিনটি বিষয়ের পরীক্ষাতেই বিতর্ক পিছু ছাড়ছে না মাধ্যমিকে। আর এবারও সেই মালদাই। ইতিহাস পরীক্ষার দিন মালদার তিনজন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। পর্ষদ সূত্রে খবর, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢোকার অভিযোগ উঠেছিল ওই তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে। সেই অভিযোগের প্রেক্ষিতেই আজও ফের কড়া পদক্ষেপ করল মধ্য শিক্ষা পর্ষদ।

এর আগের দু’দিনও প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে যাওয়ার ঘটনায় উঠে এসেছিল এই মালদা জেলার নামই। বাংলা পরীক্ষা প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়েছিল হোয়াটসঅ্যাপে। ঘটনায় মালদার দুই স্কুলের দুই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষা এ বছরের মতো বাতিল করেছিল পর্ষদ। তারপর ইংরেজি পরীক্ষার দিনও একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ইংরেজির প্রশ্নপত্র। সেই ঘটনাতেও ১১ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছিল পর্ষদ। তাতেও নাম উঠে এসেছিল মালদার। আর মাধ্যমিকের তৃতীয়ায় ইতিহাস পরীক্ষার দিন এবার মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে তিন জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।

প্রসঙ্গত, গত দু’টি পরীক্ষা ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর আজ মাধ্যমিকের তৃতীয় পরীক্ষার জন্য যথেষ্ট নজরদারির ব্যবস্থা করা হয়েছিল মালদার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রগুলির বাইরে। পর্যাপ্ত পুলিশকর্মী মোতায়েন ছিলেন প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে। মোতায়েন রাখা হয়েছিল পর্যাপ্ত মহিলা পুলিশকর্মীও। পরীক্ষার্থীরা স্কুলে পরীক্ষা দিতে ঢোকার আগে প্রত্যেককে চেকিং করে ঢোকানোর ছবিও ধরা পড়েছে ক্যামেরায়। কিন্তু এসবের মধ্যেও ফের তিন জন পরীক্ষার্থী ধরা পড়ল মোবাইল নিয়ে।