Madhyamik result: কবে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ? জানা গেল তারিখ

Madhyamik result: এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি।

Madhyamik result: কবে হবে মাধ্যমিকের ফলপ্রকাশ? জানা গেল তারিখ
ফাইল ফোটো

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 23, 2025 | 4:32 PM

কলকাতা: মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল। আগামী ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষের ৬৮ দিনের মাথায় এই ফল প্রকাশ হতে চলেছে। তবে ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি যায়। তাঁদের বেশিরভাগই মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন। চাকরি বাতিলের পরই প্রশ্ন উঠতে শুরু করে, সময়ে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা সম্ভব হবে তো? শিক্ষক মহলেও এই নিয়ে গুঞ্জন শুরু হয়।

এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তখন তিনি জানিয়েছিলেন, যথাসময়ে মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই নিয়ে তাঁর মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কথা হয়েছে। এবার মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেল, ৩০ এপ্রিল ফল প্রকাশ করতে প্রস্তুত তারা। তবে ওইদিন দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন থাকায় ফল প্রকাশ হবে কি না, তা নিয়ে ক্ষীণ সংশয় রয়েছে।

২০২৪ সালে মাধ্য়মিকের ফল প্রকাশ হয়েছিল ২ মে। গত বছর পরীক্ষা শেষের ৮১ দিনের মাথায় ফল প্রকাশ হয়। ২০২৩ সালে ৭৬ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল ফল। আগামী ৩০ এপ্রিল ফল প্রকাশ হলে বিগত দুই বছরের থেকে কম সময়েই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।