Madhyamik-HS 2022 date Announce: আগামী বছর ৭ মার্চ থেকে মাধ্যমিক শুরু, ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক

Nov 01, 2021 | 7:14 PM

১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই রাজ্যের শিক্ষা দফতর জেলাগুলিতে নির্দেশিকা পাঠিয়েছে কী ভাবে স্কুল খুলতে হবে।

Madhyamik-HS 2022 date Announce: আগামী বছর ৭ মার্চ থেকে মাধ্যমিক শুরু, ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক
পরীক্ষা নিয়ে শুনানি চলছে সুপ্রিম কোর্টে (ফাইল চিত্র)

Follow Us

কলকাতা: আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মার্চ থেকে শুরু হবে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে উচ্চ মাধ্যমিক শুরু হবে ২ এপ্রিল থেকে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। উচ্চ মাধ্যমিক হবে হোম সেন্টারে। অর্থাৎ স্কুলেই হবে পরীক্ষাগ্রহণ।

২০২২ সালের মাধ্যমিকের সূচি-
৭ মার্চ বাংলা
৮ মার্চ ইংরেজি
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌত বিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়

পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “মাধ্যমিক শুরু হবে সকাল ১১টা ৪৫ থেকে। চলবে বেলা ৩টে পর্যন্ত। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ুয়ারা পড়বে। পরের তিন ঘণ্টা থাকবে লেখার জন্য। এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৯ হাজার ৯৯১ টি স্কুলের পড়ুয়ারা। আমাদের হোম সেন্টার হবে না। কোভিড বিধি মেনে যতখানি পারব পরীক্ষাকেন্দ্র বাড়াব। সেই হিসাবে পরীক্ষা হবে। এখনও অবধি সিদ্ধান্ত টেস্ট আমরা নেব। তবে সবটাই নির্ভর করবে কোভিড পরিস্থিতির উপরে।” ডিসেম্বরের শেষের দিকে স্কুলগুলিতে টেস্ট পরীক্ষার ব্যবস্থা করা যাবে বলে আশাবাদী পর্ষদ সভাপতি।

অন্যদিকে ২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোট ৫৬ টা বিষয়ের উপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। একাদশে রয়েছে ৬০টি বিষয়ে পরীক্ষা। কারণ এ বছর একাদশে আরও চারটি ভোকেশনাল কোর্স বেড়েছে।

উচ্চ মাধ্যমিক দ্বাদশের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত। একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত। উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলো স্কুলগুলিই পরিচালনা করবে। প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও আলাদা প্রশ্ন পাঠানো হবে না। গতবার যেমন টপিক দিয়ে দেওয়া হয়েছিল, এবারও উচ্চ মাধ্যমিক সংসদ ওয়েবসাইটে দিয়ে দেবে। স্কুলগুলি নির্ধারিত টপিকের উপর প্রশ্ন করবে। তার ভিত্তিতে প্র্যাক্টিক্যালের মূল্যায়ণ হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

প্রথম পরীক্ষা ২ এপ্রিল শনিবার। এরপর ৪ এপ্রিল, ৫ এপ্রিল, ৬ এপ্রিল, ৮ এপ্রিল, ৯ এপ্রিল, ১১ এপ্রিল, ১৩ এপ্রিল, ১৬ এপ্রিল, ১৮ এপ্রিল, ২০ এপ্রিল পরীক্ষা হবে। করোনা পরিস্থিতির কারণে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে হোম সেন্টারে। প্রায় ৬ হাজার ৭২৩টি স্কুল রয়েছে। প্রত্যেকটা স্কুলই হোম ভেন্যু হিসাবে কাজ করবে। সংসদ সভাপতি জানান, এবার তিন গুণ পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন: Rajib Banerjee: পেট্রোপণ্যের দাম নিয়ে কেন্দ্রকে দোষারোপ রাজীবের, বিজেপি রাজ্য সভাপতির পাল্টা তোপ ‘দিদিকে বলো’

Next Article