Madhyamik result: মাধ্যমিকের ফলপ্রকাশের দিন-বদল, কবে বেরবে রেজাল্ট? জানাল পর্ষদ

Madhyamik result: ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার দিন ঘোষণা করল পর্ষদ।

Madhyamik result: মাধ্যমিকের ফলপ্রকাশের দিন-বদল, কবে বেরবে রেজাল্ট? জানাল পর্ষদ
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 24, 2025 | 3:38 PM

কলকাতা: মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ জানা গেল। প্রথমে মনে করা হচ্ছিল ৩০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশ করতে পারে মধ্যশিক্ষা পর্ষদ। তবে ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে। ফলে ওইদিন ফল প্রকাশ নিয়ে ক্ষীণ অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এবার পর্ষদ সূত্রে জানা গেল কবে বেরবে মাধ্যমিকের রেজাল্ট।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে ফলপ্রকাশ হবে মাধ‍্যমিকের। ওই দিনই ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা জানতে পারবেন নিজেদের রেজাল্ট। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে পর্ষদ।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে  প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এই আবহে এতজন পরীক্ষার্থীর কীভাবে খাতা দেখা সম্ভব হবে তা ভাবিয়েছিল পর্ষদকে। শুধু মাধ্যমিক নয়, উচ্চ-মাধ্যমিক পরীক্ষাও শেষ হয়েছে। ফলে পড়ুয়াদের খাতা দেখা নিয়ে সাময়িক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শিক্ষক মহলেও এই নিয়ে গুঞ্জন শুরু হয়। এই নিয়ে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, যথাসময়ে মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই নিয়ে তাঁর মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কথা হয়েছে। এরপর জানা যায় ৩০ এপ্রিল সম্ভাব্য ফলপ্রকাশ করতে পারে পর্ষদ। তবে আজ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, আগামী ২ মে রেজাল্ট বেরবে।

এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।