AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhyamik Result 2022: ৬৯৩ পেয়ে মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, বর্ধমানের রৌনক

Madhyamik Result 2022: ফল দেখার জন্য যে লিঙ্কগুলিতে ক্লিক করবেন  www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in।

Madhyamik Result 2022: ৬৯৩ পেয়ে মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, বর্ধমানের রৌনক
মাধ্যমিকের ফলাফল ২০২২
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 10:30 AM
Share

কলকাতা: মাধ্যমিক ফল প্রকাশ করলেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ। ফল দেখার জন্য যে লিঙ্কগুলিতে ক্লিক করবেন  www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in।

  1. পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সবচেয়ে বেশি। এই জেলায় সাফল্য ৯৭.৬৩।
  2. জেলার ক্ষেত্রে সাফল্যের তালিকায় দ্বিতীয় স্থানে কালিম্পং।
  3. পশ্চিম মেদিনীপুর জেলা তৃতীয় স্থানে।
  4. কলকাতার স্থান সাফল্যের তালিকায় চতুর্থ।
  5. উত্তর ২৪ পরগনায় সাফল্যের হার ৯১.৯৮ শতাংশ।
  6. এবছর সফল পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজারের আশপাশে।
  7. ১১ লক্ষ ২৭ হাজার ৮০০ মোট পরীক্ষার্থী।
  8. ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন সফল
  9. কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই
  10. পরীক্ষা বাতিল হয়েছে সারা রাজ্যে ১১ জনের
  11. পাশের হার ৮৬.৬০ শতাংশ
  12. ছাত্র পাশ করেছে ৪ লক্ষ ৩১ হাজার ১৫০। শতাংশের বিচারে তা ৮৮.৫৯ শতাংশ
  13. ৬৯৩ পেয়ে প্রথম দু’জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্র অর্ণব গড়াই ও বর্ধমান সিএম এস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল।
  14. কৌশিকী সরকার দ্বিতীয়, মালদা গাজোলের আদর্শবানী অ্যাকাডেমি হাই স্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৯২।
  15. রৌনক মণ্ডল, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল।  ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় স্থানে।
  16. তৃতীয় স্থানেও দু’জন। আসানসোল উমারানি ঘোরাই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলেরর ছাত্রী অনন্যা দাশগুপ্ত।
  17. পূর্ব মেদিনীপুরের চোরেপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী দেবশিখা প্রদান ৬৯১ পেয়ে তৃতীয় স্থানে।
  18. চতুর্থ স্থানে ৪ জন। আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস চতুর্থ। প্রাপ্ত নম্বর ৬৯০।
  19. মালদার রামকৃষ্ণ বিদ্যামন্দির অভিষেক গুপ্ত চতুর্থ। প্রাপ্ত নম্বর ৬৯০।
  20. হুগলি কলেজিয়েট স্কুলের সাগ্নিক কুমার দে চতুর্থ।  প্রাপ্ত নম্বর ৬৯০।
  21. শ্রুতুর্ষি ত্রিপীঠ, কলকাতার পাঠভবন স্কুলের ছাত্র চতুর্থ। প্রাপ্ত নম্বর ৬৯০।
  22. পঞ্চম স্থানে ১১ জন। ষষ্ঠ স্থানে ৬ জন। ৭ তম স্থানে ১০ জন। অষ্টম স্থানে ২২ জন। দশম স্থানে ৪০ জন
  23. আগামী বছর ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক।