Bangla NewsKolkata Madhyamik Result 2022: The first East Midnapore in the district, published Madhyamik 2022 results
Madhyamik Result 2022: ৬৯৩ পেয়ে মাধ্যমিকে যুগ্ম প্রথম বাঁকুড়ার অর্ণব, বর্ধমানের রৌনক
Madhyamik Result 2022: ফল দেখার জন্য যে লিঙ্কগুলিতে ক্লিক করবেন www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in।
মাধ্যমিকের ফলাফল ২০২২
Follow Us
কলকাতা: মাধ্যমিক ফল প্রকাশ করলেন মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ। ফল দেখার জন্য যে লিঙ্কগুলিতে ক্লিক করবেন www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in।
পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সবচেয়ে বেশি। এই জেলায় সাফল্য ৯৭.৬৩।
জেলার ক্ষেত্রে সাফল্যের তালিকায় দ্বিতীয় স্থানে কালিম্পং।
পশ্চিম মেদিনীপুর জেলা তৃতীয় স্থানে।
কলকাতার স্থান সাফল্যের তালিকায় চতুর্থ।
উত্তর ২৪ পরগনায় সাফল্যের হার ৯১.৯৮ শতাংশ।
এবছর সফল পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২১ হাজারের আশপাশে।
১১ লক্ষ ২৭ হাজার ৮০০ মোট পরীক্ষার্থী।
৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন সফল
কোনও অসম্পূর্ণ রেজাল্ট নেই
পরীক্ষা বাতিল হয়েছে সারা রাজ্যে ১১ জনের
পাশের হার ৮৬.৬০ শতাংশ
ছাত্র পাশ করেছে ৪ লক্ষ ৩১ হাজার ১৫০। শতাংশের বিচারে তা ৮৮.৫৯ শতাংশ
৬৯৩ পেয়ে প্রথম দু’জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ হাই স্কুলের ছাত্র অর্ণব গড়াই ও বর্ধমান সিএম এস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল।
কৌশিকী সরকার দ্বিতীয়, মালদা গাজোলের আদর্শবানী অ্যাকাডেমি হাই স্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৬৯২।