
কলকাতা: পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪ জন পরীক্ষার্থী ফলাফলের অপেক্ষায় আছে। শুক্রবার (২ মে) সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে ফলাফল।
শুক্রবার ঠিক সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এ বছরের মাধ্যমিকের ফল ঘোষণা করবেন। মেধাতালিকাও প্রকাশ করা হবে। ফল ঘোষণার পর পর্ষদ থেকে স্কুলে স্কুলে পৌঁছবে রেজাল্ট। সেখানে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
এছাড়া, সকাল ৯টা ৪৫ মিনিটে মোবাইল অ্যাপ ও নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে দেখা যাবে ফলাফল। সেই সঙ্গে TV9 বাংলার ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
যদি সবার আগে ফলাফল জানতে চান, তাহলে নীচের লিঙ্কে ক্লিক করে এখনই ফর্মটি ফিল আপ করুন। ফর্ম ফিল আপ করে সাবমিট করলে, শুক্রবার ফল প্রকাশের পরই পড়ুয়াদের কাছে পৌঁছবে নোটিফিকেশন।