ED Investigation: মানিই হানি? ‘মহাদেব’ সৌরভের ২০০ কোটির বিয়ের আড়ম্বরে চোখ কপালে উঠছে আম-আদমির

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 16, 2023 | 12:13 AM

ED Investigation: এই দুর্নীতির তদন্ত করতে গিয়েই ইডির সামনে এসেছে সানি লিওনি থেকে টাইগার শ্রফ, নেহা কক্করের মতো তারকাদের নাম। জড়িয়েছে পাকিস্তানের গায়ক রাহাত ফাতে আলি খান, আতিফ ইসলামের মতো নামও।

ED Investigation: মানিই হানি? ‘মহাদেব’ সৌরভের ২০০ কোটির বিয়ের আড়ম্বরে চোখ কপালে উঠছে আম-আদমির
বিয়ের আড়ম্বর দেখে চোখ কপালে উঠছে সকলের
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: কখনও ৩০ কোটি। কখনও ২০ কোটি। গত এক বছরে টাকার পাহাড়ের একাধিক ছবি দেখেছে রাজ্যবাসী। কিন্তু, এ যেন নস্যি। এবার ইডির হাতে এসেছে ৪১৭ কোটি টাকার সম্পত্তি। নেপথ্যে ‘মহাদেব অ্যাপ’। দেশজুড়ে অনলাইন বেটিং চালাত এই সংস্থা। সংস্থার দফতরে তল্লাশি চালিয়েই সম্প্রতি এই বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরের বা ইডি-র আধিকারিকরা। তল্লাশি চলে কলকাতা, ভোপাল ও মুম্বইয়ে। নাম জড়িয়েছে বলিউডের একাধিক খ্যাতনামা তারকার। সূত্রের খবর, তালিকায় রয়েছেন বলিউডের ১৪ জন প্রথম সারির তারকা, গায়ক। এই সংস্থারই অন্যতম মালিক হিসাবে সামনে এসেছে সৌরভ চন্দ্রাকারের নাম। যিনি নাকি নিজের বিয়েতে খরচ করেছেন ২০০ কোটি টাকা। খবর এমনটাই। এত টাকার উৎস কী? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। 

এদিকে ইতিমধ্যেই সৌরভ চন্দ্রাকারের বিয়ের একটি ভিডিও সামনে এসেছে। সেখানকার আয়োজন, আড়ম্বর দেখলে চোখ কপালে উঠবে আপনার। এ যেন একেবারে কোটি কোটির সিনেমার সেট। জমিয়ে যেমন চলেছে দেদার খাওয়া-দাওয়া। তেমনই চোখ ধাঁধানো লেজ়ার লাইটের খেলাও চলেছে গোটা এলাকায়। বিয়ের আয়োজন আবার ভারতে নয়, সুদূর দুবাইতে। কমতি ছিল না বাজির। বুক করা হয়েছিল একের পর এক বিলাসবহুল হোটেল, রেস্তরাঁ। দেশি থেকে বিদেশি, ছিল সবরকমের অতিথি অ্যাপ্য়ায়ন, খাওয়া দাওয়ার ব্যবস্থা। যে ভিডিও সামনে এসেছে তাতেই দেখা যাচ্ছে সুইমিং পুলে নেমে আনন্দে মোতায়ারা হয়েছে বেনামী থেকে নামজাদা সব অতিথিরা। খ্যাতানামা সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে রাতভর বিরাট বিচিত্রানুষ্ঠানেরও। সোজা কথায়, মানিই যেন হানি, তাই যেন ভিডিয়োর ছত্রে ছত্রে বোঝাতে চাইলেন সৌরভ। 

সূত্রের খবর, অ্যাপের গোটা অপারেশনই চলেছে দুবাই থেকে। সেই লিঙ্কেই দেশের ৩৯টি জায়গায় একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। তল্লাশি হয়েছে কলকাতাতেও। তদন্তকারীদের সন্দেহ অ্য়াপকে হাতিয়ার করে অন্তত ৫ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। 

এই দুর্নীতির তদন্ত করতে গিয়েই ইডির সামনে এসেছে সানি লিওনি থেকে টাইগার শ্রফ, নেহা কক্করের মতো তারকাদের নাম। জড়িয়েছে পাকিস্তানের গায়ক রাহাত ফাতে আলি খান, আতিফ ইসলামের মতো নামও। এখন দেখার তদন্তের গতিপ্রকৃতি শেষ পর্যন্ত কোন দিকে যায়।

Next Article