কলকাতা: আচমকাই একটা বিকট শব্দ। ছুটে আসেন পথ চলতি সাধারণ মানুষ। রক্তে ভেসে যাচ্ছে মাটি। উপুড় হয়ে পড়ে রয়েছে মহেশতলায় বহুতল ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবতী। মহেশতলা (Maheshtala) পৌরসভার ৩০ নম্বর দৌলতপুর এলাকায় বহুতল আবাসনের নীচ থেকে এক তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, ওই তরুণীর নাম সৌহার্দ্রি দত্ত (২৪)। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একটি আত্মহত্যা,নাকি দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলার একটি আবাসনে বাবা ও মায়ের সঙ্গে থাকতেন সৌহার্দ্রী। বাড়ির ছাদে মাঝেমধ্যেই যেতেন। মঙ্গলবার সন্ধ্যাতেও যান। তাতে সন্দেহ হয়নি পরিবারের সদস্যদের। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আচমকাই তাঁরা ঝুপ করে কিছু পড়ার শব্দ শুনতে পান। তারপর গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ওই তরুণী পড়ে রয়েছেন।
ততক্ষণে খবর পাননি তাঁর বাড়ির সদস্যরা। প্রতিবেশীরাই খবর দেন। এরপর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বজবজের একটি নার্সিংহোমে নিয়ে যান। বুধবার ভোররাতে নার্সিংহোমেই মৃত্যু হয় ওই তরুণীর। আত্মহত্যা নাকি দুর্ঘটনা, মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রেমঘটিত কোনও কারণে এই ঘটনা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।