Maheshtala: বাড়ির মেয়ের সঙ্গে প্রেম, আপোসের নামে ডেকে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ খোদ মহেশতলায়

Maheshtala Crime: মহেশতলা ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া বগা নোয়াপাড়ার পাইভ স্টার ক্লাবের বাসিন্দা শেখ রাকিব। জানা গিয়েছে,  প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  গত শুক্রবার দু'জনে বাড়ি ছেড়ে পালিয়ে যান।

Maheshtala: বাড়ির মেয়ের সঙ্গে প্রেম, আপোসের নামে ডেকে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ খোদ মহেশতলায়
ডান দিকে আক্রান্ত যুবক, বাঁ দিকে ঘটনার মুহূর্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 23, 2025 | 2:00 PM

কলকাতা: প্রতিবেশী তরুণীর সঙ্গে সম্পর্ক। মেনে নেয়নি তরুণীর পরিবার। মহেশতলায় মীমাংসার নাম করে ডেকে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ, শিক্ষা দিতে যুবককে ডেকে নিয়ে গিয়ে চুলের মুঠি ধরে চড়, থাপ্পড়, কিল, ঘুষি মারেন তরুণীর পরিবারের সদস্যরা। ছেলেকে হামলার মুখ থেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন ওই যুবকের মা। যুবকের মাকেও মারধরের অভিযোগ তরুণীর তিন মামার বিরুদ্ধে। ইতিমধ্যেই মহেশতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো সামনে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহেশতলা ১৮ নম্বর ওয়ার্ডের আকড়া বগা নোয়াপাড়ার পাইভ স্টার ক্লাবের বাসিন্দা শেখ রাকিব। জানা গিয়েছে,  প্রতিবেশী এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।  গত শুক্রবার দু’জনে বাড়ি ছেড়ে পালিয়ে যান। তরুণীর পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন রাকিবের সঙ্গেই পালিয়েছে তাঁদের বাড়ির মেয়ে।  এরপর মেয়ের পরিবার মহেশতলা থানায় মেয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি করেন।

পরে ছেলের পরিবার জানতে পেরে ছেলে ও মেয়েটিকে থানায় নিয়ে হাজির করে।ওই যুবকের পরিবারের অভিযোগ, মেয়ের পরিবার কোন কেস করেনি। আপোসে মীমাংসা করে নেয় । তরুণীকে তাঁর বাবা নিয়ে চলে যান। ঘটনার এক সপ্তাহ পরে গতকাল অর্থাৎ শুক্রবার সকাল দশটা নাগাদ আচমকাই তরুণীর তিন মামা ওই যুবককে ডাকেন। একই পাড়ার ভিতরে যাতে কোন সমস্যা না হয়, তার জন্য মীমাংসা করার নামে একটি ক্লাবঘরে ডাকা হয়। ওই যুবক গেলে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

ছেলে ও মা আহত অবস্থায় মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ তাঁদের বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। রাতে বাড়ি ফিরে অভিযুক্তদের বিরুদ্ধে মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক।