
কলকাতা: কিছু দিয়ে তবেই যে ভোট পাওয়া যায়, এই ‘রীতি’ বোধহয় বহুদিন ধরেই রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আঙ্গিক বদলেছে। আরও সোজাসাপ্টা হয়েছে ভাতার রাজনীতি। বাংলা তো অবশ্যই তার ব্যতিক্রম নয়। কিন্তু প্রশ্ন হল, সেই ভোটার যখন ভাতা নিয়েও ভোট দেয় না? রাজনৈতিক দলের অন্দরে তখন কি একটা চাপা ক্ষোভ তৈরি হয়? সেই কথাটাই কি বলে দিলেন মহুয়া মৈত্র? ভোটের আগে সোজাসাপ্টা কথা বলে কি দলকে অস্বস্তিতে ফেললেন মহুয়া? তৃণমূলই বা চুপ কেন! রাজ্যে মতুয়া সম্প্রদায়ের গুরুত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে এই সম্প্রদায়ের মানুষের বাস। আর তাদের পীঠস্থান হল উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর, আরও নির্দিষ্ট করে বলতে গেলে ঠাকুরবাড়ি। হরিচাঁদ-গুরুচাঁদের অনুগামী এই সম্প্রদায়ের থেকে ২০১৬ সাল পর্যন্ত ভোট পেতে কোনও অসুবিধা হয়নি তৃণমূলের। কিন্তু ধাক্কাটা আসে ২০১৯-এ। বিজেপির টিকিটে সাংসদ হয়ে যান সেই ঠাকুরবাড়ির ছেলে...