Mahua Moitra: মহুয়ার ভোলবদল! সকালে ‘Fake’ বলে সন্ধ্যায় নিজেই শেয়ার করলেন পিনাকীর সঙ্গে ছবি

Mahua Moitra: মহুয়া মৈত্রের সঙ্গে বিজেডি নেতার ছবি ভাইরাল হয় আগেই। তবে প্রথমটায় বিয়ের কথা স্বীকার করেননি মহুয়া।

Mahua Moitra: মহুয়ার ভোলবদল! সকালে Fake বলে সন্ধ্যায় নিজেই শেয়ার করলেন পিনাকীর সঙ্গে ছবি
Image Credit source: GFX- TV9 Bangla

Jun 05, 2025 | 8:39 PM

কলকাতা: বৃহস্পতিবার সকালেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয় মহুয়া মৈত্রের ছবি। বিজেডি নেতা তথা প্রাক্তন সাংসদের হাত ধরে হাঁটছেন তৃণমূল সাংসদ। পরণে নববধূর সাজ। কিন্তু মহুয়াকে প্রশ্ন করতেই উত্তর দিয়েছিলেন, ওই ছবি ‘ফেক’ অর্থাৎ ভুয়ো। কিন্তু সন্ধ্যায় হঠাৎ ভোলবদল! সেলিব্রেশনের ছবি শেয়ার করলেন নিজেই।

প্রথম প্রকাশ হওয়া ছবিতে দেখা যায় মহুয়া পরণে শাড়ি, গায়ে হালকা গয়না। আর বিজেডি নেতার পরণে পঞ্জাবি আর জ্যাকেট। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই একই পোশাক পরে ছবি প্রকাশ করলেন মহুয়া।

ছবিতে দেখা যাচ্ছে, ফুলে সাজানো একটি কেক কেটে উদযাপন করছেন মহুয়া ও পিনাকী। ক্যাপশনে লিখেছেন, “এত শুভেচ্ছা আর ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।” স্বাভাবিকভাবেই সেই ছবির নীচে শুভেচ্ছার বন্যা।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জার্মানিতে এক গোপন অনুষ্ঠানে পিনাকী মিশ্রের সঙ্গে বিয়ে হয়েছে মহুয়ার। সকালে সে কথা অস্বীকার করেন তিনি। তবে আর এক তৃণমূল সাংসদ জুন মালিয়া জানিয়ে দেন, আগেই আভাস ছিল। পিনাকী-মহুয়ার সম্পর্কের কথা যে তাঁরা জানতেন, তা স্পষ্ট। তবে সেভাবে আগে কখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার কার্যত সেই সম্পর্কের পরিণতির কথা স্বীকার করে নিলেন মহুয়া নিজেই।