‘No… Fake’, বিয়ের ছবি ভাইরাল হতেই TV9-কে সাফ জানালেন মহুয়া

Mahua Moitra: বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে ছবি। সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের হাত ধরে হাঁটছেন মহুয়া মৈত্র।

No... Fake, বিয়ের ছবি ভাইরাল হতেই TV9-কে সাফ জানালেন মহুয়া
মহুয়ার বিয়ের ছবি ভাইরালImage Credit source: PTI

Jun 05, 2025 | 3:35 PM

কলকাতা: ফের শিরোনামে মহুয়া মৈত্র। সংসদে কোনও বিতর্কে নয়, ‘বিয়ের’ ছবি ঘিরে এবার চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ছবি। হালকা সাদা-গোলাপি পরে প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে হাতে হাত রেখে হাঁটছেন মহুয়া। শোনা যাচ্ছে, বিদেশে এক গোপন অনুষ্ঠানে বিয়ে সেরে ফেলেছেন মহুয়া মৈত্র। তবে মহুয়া সেই ছবির সত্যতা স্বীকার করলেন না।

TV9 বাংলার তরফে ছবি দেখিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মহুয়া জানিয়েছেন, No Fake অর্থাৎ এটা ভুয়ো ছবি। তবে মহুয়ার ছবি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, তা বলার অপেক্ষা রাখে না।

পুরীর প্রাক্তন সাংসদ তথা বিজেডির বর্ষীয়ান নেতা পিনাকী মিশ্রের সঙ্গে মহুয়ার সম্পর্কের বিষয়ে গুঞ্জন ছিল অনেকদিন ধরেই। এবার ছবি প্রকাশ্যে আসায় জল্পনা বাড়ে। মহুয়ার সাজ যেন একেবারে নববধূর! তবে বিয়ে বা বিয়ের ছবির সত্যতা স্বীকার করলেন না সাংসদ।

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে বারবার শিরোনামে এসেছেন মহুয়া। লোকসভায় তাঁর করা মন্তব্যের জেরে বিতর্কও হয়েছে অনেক। তবে প্রাক্তন সাংসদের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। এদিকে, মহুয়া বিষয়টিকে ‘ভুয়ো’ বলে উল্লেখ করলেও আর এক তৃণমূল সাংসদ জুন মালিয়া মহুয়ার বিয়ের কথা স্বীকার করে নিয়েছেন। শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। TV9-এর প্রশ্নের উত্তরে জুন বলেছেন, “ও আগেই আভাস দিয়েছিল। ওদের জন্য আজ আমি খুব খুশি।”