
কলকাতা: গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় কেন অধরা মূল অভিযুক্ত? গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল। ২ দিন আগে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা আশ্বাস দিয়েছিলেন, খুব শিগগির অভিযুক্তরা ধরা পড়বে। তাঁর সেই আশ্বাসের ২ দিনের মধ্যেই গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত মহম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হল।
পুলিশ জানিয়েছে, গুলশন কলোনিতে তাণ্ডবে মিনি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছিল। রবিবার সন্ধে ৬টা নাগাদ নিউদিল্লি রেল স্টেশনের কাছে আজমেরি গেট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত মিনি ফিরোজকে কলকাতা আনা হচ্ছে।
গত ১১ সেপ্টেম্বর দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল আনন্দপুরের গুলশন কলোনি। কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। এই ঘটনায় আগে চারজনকে গ্রেফতার করা হয়। কিন্তু, মূল অভিযুক্ত মিনি ফিরোজ গ্রেফতার না হওয়ায় প্রশ্ন উঠছিল।
২ দিন আগে দুর্গাপুজোর বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে গিয়ে গুলশন কলোনিতে তাণ্ডবের ঘটনায় মূল অভিযুক্ত ধরা না পড়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। একবালপুরে প্রতিবাদী যুবককে খুনের ঘটনায় অভিযুক্তরা ধরা না পড়ায়ও প্রশ্ন ওঠে। সেদিন তিনি বলেছিলেন, “দুটো ঘটনায় ডিটেলস এখনই বলা উচিত হবে না। কারণ পুলিশ ঘটনা দুটির তদন্ত করছে। দুটো ক্ষেত্রেই খুব শিগগির রেজাল্ট আসবে। ক্রিমিনাল যত বড়ই হোক, গ্রেফতার হবেই।” কলকাতার পুলিশ কমিশনার সেই মন্তব্যের ২ দিনের মাথায় গুলশন কলোনিতে তাণ্ডবে মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।