e West Bengal Police: রাজ্যের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম - Bengali News | Major Reshuffle in West Bengal Police: Piyush Pandey Appointed Acting DGP, Supratim Sarkar New Kolkata Police Commissioner | TV9 Bangla News

West Bengal Police: রাজ্যের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম

West Bengal Police Reshuffle: রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজির দায়িত্ব পেলেন পীযূষ পান্ডে। রদবদল হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বা নগরপালের পদেও। মনোজ ভর্মার জায়গা নিয়েছেন আইপিএস সুপ্রতিম সরকার। শহরের রক্ষাকর্তা এখন তিনি। অন্যদিকে মনোজ ভর্মাকে দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ।

West Bengal Police: রাজ্যের নতুন ডিজি পীযূষ পান্ডে, কলকাতার সিপি সুপ্রতিম
বাঁদিকে ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে, ডানদিকে নয়া পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jan 30, 2026 | 10:49 PM

কলকাতা: দীর্ঘদিন ধরে টানাপোড়েন। কে হবেন ডিজি? সেই প্রশ্ন ঘিরে রেখেছিল রাজ্যকে। রাজীব কুমারের যুগ শেষ। ভারপ্রাপ্ত হিসাবে নিজের কর্মজীবনের শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করছেন তিনি। আগামিকাল, শনিবার তাঁর অবসরগ্রহণের দিন। গত ২৮ জানুয়ারি হয়ে গিয়েছে বিদায় সংবর্ধনা। আর বিদায় বেলায় নয়া ডিজির নাম প্রকাশ করল রাজ্য সরকার। তবে স্থায়ী নয়, আবারও ভারপ্রাপ্ত। রাজ্যের নয়া ভারপ্রাপ্ত ডিজির পদে বসানো হল পীযূষ পান্ডেকে।

পীযূষ পান্ডে বর্তমানে মুখ্য়মন্ত্রীর নিরাপত্তা বা ডিরেক্টর অব সিকিউরিটির পদে রয়েছেন। সেখান থেকে সরাসরি রাজ্য পুলিশের দায়িত্ব সামলাতে চলেছেন। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন, চন্দননগর কমিশনারেটের প্রথম প্রথম সিপি ছিলেন তিনি। এক সময় কেন্দ্র ডেপুটেশনে গিয়েছিলেন। এসপিজিতেও দীর্ঘদিন দায়িত্বে ছিলেন।

আইপিএস পীযূষ পান্ডে পেলেন রাজ্য পুলিশের দায়িত্ব। ফাঁকা হল মুখ্যমন্ত্রীর সিকিউরিটির পদ। সেখানে কে এলেন? প্রশাসনিক সূত্রে খবর, পীযূষ পান্ডের শূন্যস্থান পূরণ করছেন নগরপাল মনোজ ভর্মা। কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে এবার তাঁকে দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ। অন্যদিকে নগরপালের দায়িত্ব গ্রহণ করছেন আইপিএস সুপ্রতিম সরকার। এতদিন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন এই শহরের।

এই তালিকায় বিতর্কিত চরিত্র আইপিএস বিনীত গোয়েল। মনোজ ভর্মার পূর্বে কলকাতা পুলিশ কমিশনারের পদে তিনি ছিলেন। কিন্তু আরজি করের ঘটনা, সেই পদ কেড়ে নেয় তাঁর। প্রথমে পদত্য়াগ, পরবর্তীতে হাইকোর্টে গিয়ে ক্ষমা চাওয়া। এতদিন প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল দায়িত্ব ছিলেন এডিজি-আইজি এসটিএফের। এবার তাঁকে বড় দায়িত্ব দিল রাজ্য। এবার এডিজি আইনশৃঙ্খলা পদ পেলেন তিনি। আর এডিজি আইনশৃঙ্খলা পদে কর্তব্যরত জাভেদ শামিমকে দেওয়া হল এডিজি এসটিএফ-এর পদ।

রদবদল হয়েছে দমকলের ডিজি পদেও। এতদিন এই পদের দায়িত্ব সামলেছেন রণবীর কুমার। তবে সদ্য হওয়া আনন্দপুরের ঘটনায় অনেকটাই ব্যাকফুটে পড়েন তিনি। অগ্নিকাণ্ডের ৩০ ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে নজরদারির যে অভাব ছিল, সেই কথাও স্বীকার করতে দেখা যায় তাঁকে। এরপরই রদবদল দমকলের ডিজি পদে। দায়িত্ব পেলেন অনুজ শর্মা। পাশাপাশি, ডিজি কারেকশাল হোম পদে নিয়ে আসা হল সিদ্ধিনাথ গুপ্তাকে। বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি পদে দায়িত্ব পেলেন মুরলিধর শর্মা। গতবছরই তাঁকে ব্যারাকপুর কমিশনারেটে দায়িত্ব দিয়েছিল রাজ্য। তাঁর শূন্যস্থানে এলেন প্রবীণ কুমার ত্রিপাঠী। হাওড়া কমিশনারেটের সিপির দায়িত্ব পেলেন আকাশ মাঘারিয়া।