Mamata Banerjee: কেন অনুপস্থিত বিধানসভায়? গরহাজির বিধায়কদের তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Mar 10, 2023 | 4:07 PM

West Bengal Assembly: গতকাল যখন রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় পৌঁছান, তখন ঘড়ির কাঁটায় বিকেল প্রায় সাড়ে পাঁচটা। সাধারণভাবে বিধানসভার শেষ লগ্নে বিধায়কদের অনুপস্থিতি লক্ষনীয়ভাবেই চোখে পড়ে।

Mamata Banerjee: কেন অনুপস্থিত বিধানসভায়? গরহাজির বিধায়কদের তালিকা চাইলেন মুখ্যমন্ত্রী
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।

Follow Us

কলকাতা: বারবার বলা সত্ত্বেও বিধানসভায় (West Bengal Assembly) অনুপস্থিত শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক। এবার অনুপস্থিত থাকা বিধায়কদের নামের তালিকা চাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। গতকাল বিধানসভায় শেষ লগ্নে আচমকাই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেই সময় বিধানসভায় বিধায়কদের উপস্থিতির সংখ্যা ছিল নগণ্য। আর এই বিষয়টি নজর এড়ায়নি মুখ্যমন্ত্রীর। তাই এবার পরিষদীয় মন্ত্রীর থেকে অনুপস্থিত থাকা বিধায়কদরে তালিকা চাইলেন তিনি। উল্লেখ্য, গতকাল যখন রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় পৌঁছান, তখন ঘড়ির কাঁটায় বিকেল প্রায় সাড়ে পাঁচটা। সাধারণভাবে বিধানসভার শেষ লগ্নে বিধায়কদের অনুপস্থিতি লক্ষনীয়ভাবেই চোখে পড়ে।

সেই সময় মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় ঢোকেন, তখন তিনি দেখেন তাঁর দলের যে বিধায়করা রয়েছেন, তাঁদের সংখ্যাও যথেষ্ট কম। এরপরই রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে তালিকা চান, অনুপস্থিত থাকা বিধায়কদের। উল্লেখ্য, এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বার্তা দিয়েছেন, যাতে বিধানসভার কার্যক্রমে তাঁর দলের বিধায়করা ঠিকঠাক উপস্থিত থাকেন। সূত্র মারফত জানা যাচ্ছে, বিধায়কদের এই অনুপস্থিতি মোটেই ভালভাবে দেখছেন না মুখ্যমন্ত্রী। কেন বিধায়করা অনুপস্থিত ছিলেন, সেই বিষয়েও বিস্তারিত তথ্য বিধায়কদের থেকে জানতে চাইতে বলেছেন তিনি।

জানা গিয়েছে, এর আগে ৬ মার্চ মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ৯ মার্চ যেন সব বিধায়করা বিধানসভায় থাকেন। কিন্তু তারপরও কেন তাঁর কথা শোনা হয়নি, তা নিয়ে বেশ অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। প্রসঙ্গত, পরিষদীয় রাজনীতিতে বিধানসভার অধিবেশনের গুরুত্ব অসীম। শুধু সাধারণ মানুষের দাবি-দাওয়া নিয়ে আলোচনাই নয়, বিভিন্ন বিলও পাশ করানোর ক্ষেত্রে ভোটাভুটিতে বিধায়কদের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একাধিকবার দলের অন্দরে বার্তা দিয়েছেন, যাতে বিধানসভায় অধিবেশন চলাকালীন বিধায়কদের উপস্থিতি ঠিকঠাক থাকে। তবে গতকাল নিজে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী যে দৃশ্য দেখেছেন, তাতে বেশ অসন্তুষ্ট তিনি।

Next Article