সৌরভ গুহ: যে কোনও লড়াইয়ে অতিরিক্ত শক্তি জোগায় আত্মপ্রত্যয়। সোমবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে সে দৃঢ়তাই ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। বিধানসভার লবিতে দাঁড়িয়ে আঙুল তুলে ভিক্ট্রি সাইন দেখিয়ে মমতা বললেন “আমি অলওয়েজ আত্মপ্রত্যয়ী”। আগামী বিধানসভা ভোটে জয় যে তাঁর নিশ্চিত, এ দিন সে কথাও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
ভোট অন অ্যাকাউন্ট বাজেটের জবাবি ভাষণ পর্ব ঘিরে এদিন তুমুল হইচই হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রীর এবারের বাজেটকে ‘তৃণমূলের ম্যানিফেস্টো’ বলে সোমবার কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। এরই পাল্টা সুর চড়ান তৃণমূলের বিধায়করা। সরব হন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। চরম শোরগোল শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই। কক্ষেই মনোজ চক্রবর্তী বলেন, “তিন মাসের সরকার যা বাজেট করেছে এ তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা বাজেট নয় এটা ভোটের ইস্তেহার।”
বিধানসভায় শেষ অধিবেশনের দিনও আত্মপ্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশনের পর বিধানসভা চত্বরে সাংবাদিকদের উদ্দেশে ছবির জন্য পোজ় দেন তিনি। ভিক্ট্রি সাইন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সবসময়ই আত্মপ্রত্যয়ী”। @MamataOfficial । #TV9Bangla pic.twitter.com/fpBD6fVaCc
— TV9 Bangla (@Tv9_Bangla) February 8, 2021
এরপরই জবাবি ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সরকার তিন মাসের সরকার নয়। ২০২১-এ বিপুল ভোট নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। মমতা চ্যালেঞ্জ নিয়ে বললেন, “এমন ভাবে ফিরে আসব ভাবতে পারবেন না। তখনই সব জবাব পেয়ে যাবেন।” একইসঙ্গে মমতা দাবি করেন, যদি এই বাজেট ভোটের ইস্তেহার হয়, তাতে সমস্যার কী আছে। এতে মানুষই তো উপকৃত হবেন। প্রতিটি ঘোষিত প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দও হয়ে গিয়েছে, সে বিষয়েও এদিন জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’, মমতাকে প্রণাম করতেই বিজেপি বিধায়ককে প্রশ্ন ‘দিদি’র
এদিন ছিল বর্তমান সরকার পরিচালিত বিধানসভার শেষ অধিবেশন। সেই উপলক্ষ ফটোসেশনের সময় ভিক্ট্রি সাইন দেখান মমতা। এরপর লবিতে আসার সময় বিধানসভার তৃণমূলপন্থী কর্মচারি সংগঠনের তরফে একটি প্যামফ্লেট তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই প্যামফ্লেটটি তুলে ধরে সংবাদমাধ্যমকে দেখাচ্ছিলেন তিনি। সে সময়ই TV9 বাংলার এক প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অলওয়েজ আত্মপ্রত্যয়ী।”
এবার বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপির ভালই টক্কর হবে। শাসকদল যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া, বিজেপিও বঙ্গে পদ্ম ফোটাতে শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শাসকদলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব। প্রায় রোজই তৃণমূলে ভাঙনের ছবি উঠে আসছে। এই ভোটটা বোধহয় সবথেকে বেশি অননুমেয়। তবু আত্মবিশ্বাসে কোনও চিড় ধরাতে চান না মমতা, বারবার এদিন সে সুরই শোনা গেল তাঁর গলায়।
সৌরভ গুহ: যে কোনও লড়াইয়ে অতিরিক্ত শক্তি জোগায় আত্মপ্রত্যয়। সোমবার বিধানসভার চলতি অধিবেশনের শেষ দিনে সে দৃঢ়তাই ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠে। বিধানসভার লবিতে দাঁড়িয়ে আঙুল তুলে ভিক্ট্রি সাইন দেখিয়ে মমতা বললেন “আমি অলওয়েজ আত্মপ্রত্যয়ী”। আগামী বিধানসভা ভোটে জয় যে তাঁর নিশ্চিত, এ দিন সে কথাও শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়।
ভোট অন অ্যাকাউন্ট বাজেটের জবাবি ভাষণ পর্ব ঘিরে এদিন তুমুল হইচই হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রীর এবারের বাজেটকে ‘তৃণমূলের ম্যানিফেস্টো’ বলে সোমবার কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। এরই পাল্টা সুর চড়ান তৃণমূলের বিধায়করা। সরব হন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। চরম শোরগোল শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই। কক্ষেই মনোজ চক্রবর্তী বলেন, “তিন মাসের সরকার যা বাজেট করেছে এ তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা বাজেট নয় এটা ভোটের ইস্তেহার।”
বিধানসভায় শেষ অধিবেশনের দিনও আত্মপ্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশনের পর বিধানসভা চত্বরে সাংবাদিকদের উদ্দেশে ছবির জন্য পোজ় দেন তিনি। ভিক্ট্রি সাইন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি সবসময়ই আত্মপ্রত্যয়ী”। @MamataOfficial । #TV9Bangla pic.twitter.com/fpBD6fVaCc
— TV9 Bangla (@Tv9_Bangla) February 8, 2021
এরপরই জবাবি ভাষণ দিতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর সরকার তিন মাসের সরকার নয়। ২০২১-এ বিপুল ভোট নিয়ে ফের ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। মমতা চ্যালেঞ্জ নিয়ে বললেন, “এমন ভাবে ফিরে আসব ভাবতে পারবেন না। তখনই সব জবাব পেয়ে যাবেন।” একইসঙ্গে মমতা দাবি করেন, যদি এই বাজেট ভোটের ইস্তেহার হয়, তাতে সমস্যার কী আছে। এতে মানুষই তো উপকৃত হবেন। প্রতিটি ঘোষিত প্রকল্পের জন্য যে অর্থ বরাদ্দও হয়ে গিয়েছে, সে বিষয়েও এদিন জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘কী রে কিছু ভাবলি, আর তো সময় নেই’, মমতাকে প্রণাম করতেই বিজেপি বিধায়ককে প্রশ্ন ‘দিদি’র
এদিন ছিল বর্তমান সরকার পরিচালিত বিধানসভার শেষ অধিবেশন। সেই উপলক্ষ ফটোসেশনের সময় ভিক্ট্রি সাইন দেখান মমতা। এরপর লবিতে আসার সময় বিধানসভার তৃণমূলপন্থী কর্মচারি সংগঠনের তরফে একটি প্যামফ্লেট তাঁর হাতে তুলে দেওয়া হয়। সেই প্যামফ্লেটটি তুলে ধরে সংবাদমাধ্যমকে দেখাচ্ছিলেন তিনি। সে সময়ই TV9 বাংলার এক প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি অলওয়েজ আত্মপ্রত্যয়ী।”
এবার বিধানসভা ভোটে তৃণমূল-বিজেপির ভালই টক্কর হবে। শাসকদল যেমন ক্ষমতা ধরে রাখতে মরিয়া, বিজেপিও বঙ্গে পদ্ম ফোটাতে শক্তি বাড়াচ্ছে। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শাসকদলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব। প্রায় রোজই তৃণমূলে ভাঙনের ছবি উঠে আসছে। এই ভোটটা বোধহয় সবথেকে বেশি অননুমেয়। তবু আত্মবিশ্বাসে কোনও চিড় ধরাতে চান না মমতা, বারবার এদিন সে সুরই শোনা গেল তাঁর গলায়।