কলকাতা: শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি কবীর সুমন (Kabir Suman)। সোমবার বিকেলে তাঁকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন নবান্ন থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান তিনি। প্রায় তিরিশ মিনিটের উপরে সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী।
রবিবার রাতেই জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের উডবার্নে ভর্তি হন সঙ্গীতশিল্পী কবীর সুমন। ইতিমধ্যেই তাঁর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছে। নমুনা নেওয়া হয়েছে করোনা পরীক্ষার জন্যও। আরটিপিসিআর রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকরা। আপাতত তাঁদের পর্যবেক্ষণেই রয়েছেন।
হাসপাতাল সূত্রে খবর, কবীর সুমনের জ্বর এবং যে রকম শ্বাসকষ্ট হচ্ছে তার সঙ্গে কোভিডের উপসর্গের সামঞ্জস্য রয়েছে। আপাতত অক্সিজেন চলছে তাঁর। প্রতি মিনিটে ৫ লিটার অক্সিজেন লাগছে। চেস্ট সিটি স্ক্যানও করতে চান চিকিৎসকরা। এতে বোঝা যাবে তিনি করোনা আক্রান্ত কি না। কিংবা আক্রান্ত হলেও ফুসফুসে কোনও ক্ষতি হয়েছে কি না।
আরও পড়ুন: অসুস্থ ‘গানওয়ালা’, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি কবীর সুমন
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কবীর সুমন। এ রাজ্যে তখনও বাম শাসন। সেই সময় থেকে মমতার সিঙ্গুর, নন্দীগ্রাম আন্দোলনকে সুরে সুরে সমর্থন জানিয়ে এসেছেন কবীর সুমন। মমতার সংগ্রামকে সামনে রেখে একাধিক গান বেঁধেছিলেন ‘গানওয়ালা’। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সক্রিয় রাজনীতিতে আসেন তিনি। তৃণমূলের প্রতীকেই ভোটে জিতে ২০০৯ সালে সাংসদ হন যাদবপুরের। ৭১ বছর বয়স তাঁর। ইদানিং রাজনীতির ময়দানে তাঁকে দেখা যায় না ঠিকই। তবে মমতাকে সমর্থন এখনও তাঁর অটুট। সেই কবীরকে দেখতেই এদিন বিকেলে এসএসকেএমে যান মমতা বন্দ্যোপাধ্যায়।