কলকাতা: করোনার (COVID-19) থাবা এবার মুখ্যমন্ত্রীর পরিবারে। কোভিড-১৯ কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাইকে। মেডিকায় প্রায় এক মাস লড়াই করার পর শনিবার সকালে প্রয়াত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে শোকের ছায়া।
অসীম বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজ ভাই। ডাক নাম কালী। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বাড়িতেই থাকতেন তিনি। বয়স ৬০-এর কাছাকাছি। তবে রাজনীতির ময়দানে কোনওদিনই দেখা যায়নি তাঁকে। আলোকবৃত্ত থেকে একেবারে দূরেই থেকেছেন চিরকাল। শরীরে করোনার উপস্থিতি নিয়ে প্রায় এক মাস মেডিকায় ভর্তি ছিলেন অসীমবাবু। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন: রেল কর্মীকে এলোপাথাড়ি গুলি, গাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ
এই মুহূর্তে বেলাগাম রাজ্যের করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ যেমন বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত একদিনে এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০,৮৪৬ জন। মৃত্যু হয়েছে ১৩৬ জনের। রোজই সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতেও করোনার ছোবল। ভাইকে হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও অবধি যা খবর, সব রকম কোভিড বিধি মেনেই শেষকৃত্য হবে শনিবার।