কলকাতা: স্পেনের বিখ্যাত সব ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শিল্প থেকে শিক্ষা একাধিক ক্ষেত্রে স্পেনের সঙ্গে বাংলার বিশেষ সম্পর্ক তৈরি হতে চলেছে বলে নবান্ন থেকে জানালেন মুখ্যসচিব। জানানো হয়েছে, স্পেন ও দুবাই সফরে মূলত শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সে বিষয়েই আজ নবান্নে ছিল সচিবগোষ্ঠীর বৈঠক। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব, শিক্ষা সচিব প্রমুখ। সাংবাদিক বৈঠকে এদিন জানানো হয়েছে, স্পেনে গিয়ে চারটি প্রথম সারির বণিকসভার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যসচিব জানিয়েছেন, দুবাইয়ের বিখ্যাত লুলু গ্রুপ রাজ্যে মল তৈরি করবে। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগ করার জন্যও ইচ্ছা প্রকাশ করেছে স্পেন। লুলু মলের জন্য কোথায় জমি দেওয়া হবে তা খতিয়ে দেখছে রাজ্য। শীঘ্রই ওই গ্রুপের প্রতিনিধি দল রাজ্যে আসবে বলেও জানানো হয়েছে সাংবাদিক বৈঠকে।
এছাড়া আরব আমিরশাহীর মন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রীর। তিনি এ রাজ্যে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যে প্রতিনিধিদল পাঠাবে তারাও। স্প্যানিশ ভাষা শিক্ষার জন্য রাজ্যে প্রতিষ্ঠান তৈরি করার কথাও ভাবছে রাজ্য প্রশাসন। কোথায় সেটি হবে, তা চিহ্নিতকরা হচ্ছে।
অন্যদিকে, লা লিগা কর্তৃপক্ষের সঙ্গে মউ স্বাক্ষর করার কথাও উল্লেখ করেছেন মুখ্যসচিব। তিনি বলেন, ওরা আমাদের এখানে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে। ফুটবলারদের ট্রেনিং দেবে। যাদবপুরের কিশোর ভারতী স্টেডিয়ামকে অ্যাকেডেমি করার জন্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। বিশেষ করে মহিলা ফুটবলার তৈরির দিকে বিশেষ নজর দেওয়া হবে বলে জানান মুখ্যসচিব।