Mamata Banerjee 21 July: ‘২০২৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না BJP’, চ্যালেঞ্জ মমতার

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 21, 2022 | 4:17 PM

Mamata Banerjee: পদ্ম শিবিরের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, "মানুষ বিজেপিকে ২০২৪ সালে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।"

Mamata Banerjee 21 July: ২০২৪ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না BJP, চ্যালেঞ্জ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

কলকাতা : একুশের জুলাই তৃণমূলের (21 July TMC Rally) কাছে শুধু শহিদ স্মরণের দিন নয়, আগামীর শপথ নেওয়ারও দিন। আর সেই আগামীর রূপরেখা তৈরি করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Supremo Mamata Banerjee)। স্পষ্ট করে দিলেন, দলের লক্ষ্য এখন ২০২৪। মমতার দাবি, ২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। পদ্ম শিবিরের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, “মানুষ বিজেপিকে ২০২৪ সালে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।” বিজেপির উদ্দেশ্যে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে মমতার মন্তব্য, ২০২৪ সালের নির্বাচন কোনও সরকার তৈরির ভোট নয়, ২০২৪ সালের ভোট হল প্রত্যাখ্যানের ভোট।

তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় আমাদের অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। ২০২১ সালেও মানুষ দেখিয়ে দিয়েছে।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “২০২৪ সালে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।” বিরোধী ঐক্যের প্রসঙ্গে টেনে মমতার বক্তব্য, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেই বিরোধীরা ঐক্যবদ্ধ হবে।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের বিজেপিকে কার্যত দুরমুশ করে দিয়েছে তৃণমূল। যেভাবে ২০০ পার করার হুঙ্কার দিয়েছিল বিজেপি শিবির, তার ধারেকাছেও ঘেঁষতে পারেনি। তৃতীয়বারের জন্য বাংলার তখতে বসার পর থেকেই সর্বভারতীয় রাজনীতিতে দলের ক্ষমতা বিস্তারের দিকে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসার চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। এদিন একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে আবারও বিজেপিকে একহাত নিলেন দলনেত্রী। একুশে জুলাইয়ের প্রায় এক ঘণ্টারও বেশি সময়ের ভাষণে আগাগোড়াই আক্রমণের নিশানায় রাখলেন বিজেপিকে। জিএসটি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে ঝাঁঝালো ভাষণ দিলেন। স্লোগানও বেঁধে দিলেন বিজেপির বিরুদ্ধে। বললেন, “২০২৪ সালে বিজেপির কারাগার ভেঙে দিন।”

Next Article