Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: বাংলায় কৃষকরা ভাল আছেন, আয় চারগুণ বেড়েছে: মমতা

Mamata Banerjee: এদিন শেষ বেলায় বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তাঁর বক্তব্য শেষ করার পর খাদ্য ও সরবরাহের বিষয়ে বিধানসভায় বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: বাংলায় কৃষকরা ভাল আছেন, আয় চারগুণ বেড়েছে: মমতা
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি ফেসবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 7:06 PM

কলকাতা: জেলায় জেলায় আলু চাষীদের অসন্তোষের (Potato Farmers Agitation) দৃশ্য ফুটে উঠছে। আলুর ন্যায্য মূল্যের দাবিতে রাস্তায় আলু ফেলে ডানকুনি আরামবাগ রোড অবরোধ করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় বামপন্থী কৃষক সংগঠন। জলপাইগুড়িতেও রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করেন কৃষকরা। জলপাইগুড়ি ৭৩ মোড় এলাকায় রাস্তায় আলু ফেলে পথ অবরোধ করেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ছবি দেখা যাচ্ছে। আলুচাষীদের একাংশের মধ্যে অসন্তোষ বাড়ছে। এবার বিধানসভায় আলু চাষীদের সমস্যা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন শেষ বেলায় বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তাঁর বক্তব্য শেষ করার পর খাদ্য ও সরবরাহের বিষয়ে বিধানসভায় বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। সেই সময় তিনি জানান, রাজ্যে কৃষকদের আয় চার গুণ বেড়েছে। মুখ্যমন্ত্রী বললেন, ‘আলুর দাম কম হওয়ায় চাষীরা সমস্যায় পড়েছেন। আমরা ৬.৫০ টাকায় আলু কিনছি। পরে দাম বাড়লে ব্যবহার করা হবে। আমাদের কৃষকরা ভাল আছেন। তাঁদের আয় চার গুণ বেড়েছে।’ এর পাশাপাশি অতীতে বাম আমলে অনেক ভুয়ো রেশন কার্ড ব্য়বহার হত বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আগে এফসিআই থেকে যে চাল দেওয়া হত, তাতে বালি ও কাকড় মেশানো থাকত বলেও অভিযোগ তাঁর।

উল্লেখ্য, গতবছর আলু চাষীরা মাঠে যে আলু উৎপাদন করেছেন, তা প্রতি ৫০ কেজির বস্তা ৫০০-৮০০ টাকা হিসেবে বিক্রি করেছে। যাঁরা হিমঘরে আলু মজুত রেখেছিলেন, তাঁরা দাম পাননি। এদিকে আবার এই বছর জমি থেকে নতুন আলু তোলার পর চাষীরা পর্যাপ্ত মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ। যদিও সরকারিভাবে ঘোষণা হয়েছে ৬৫০ টাকা প্রতি কুইন্টাল দরে আলু কেনা হবে। এক্ষেত্রে চাষিদের দাবি, এই বছর ফলন কম হওয়ায় ৬৫০ টাকা প্রতি কুইন্টাল হিসাবে সরকার আলু কিনলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে।