Mamata Banerjee on SIR: ‘ভোটার কার্ডও গণ্য হওয়া উচিত SIR-এ’, অবস্থান স্পষ্ট করে বললেন মমতা

SIR In Bengal: বাংলায় যে কোনও সময় শুরু হতে পারে এসআইআর। ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

Mamata Banerjee on SIR: ভোটার কার্ডও গণ্য হওয়া উচিত SIR-এ, অবস্থান স্পষ্ট করে বললেন মমতা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 09, 2025 | 4:24 PM

কলকাতা: উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মমতা। সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আধার কার্ডও এসআফআরের ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি দাবি করলেন এ ক্ষেত্রে এপিক কার্ড বা ভোটার কার্ডও গণ্য করা উচিত।

তবে তিনি যে এসআইআর-এর বিরোধিতা করছেন, তা স্পষ্ট করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা নিবিড় পরিমার্জন নিয়ে আগেও সরব হয়েছেন। তিনি বারবার বলেছেন, কোনও ভোটারের নাম বাদ পড়তে দেবেন না তিনি। আর এবার তিনি জানালেন এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের অবস্থানই তাঁর অবস্থান।

২ দিনের জন্য উত্তর বঙ্গ যাচ্ছি, DM দের সাথে মিটিং আছে উন্নয়ন নিয়ে,,পাটটা বিলি করব,আগামীকাল জলপাইগুড়ি যাব,

নেপাল আমার দেশ নয়, এটা বিদেশী রাষ্ট্র,এই ব্যাপারে কথা বলতে পারি না,নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ কে ভালো বাসি,কেন্দ্রীয় সরকার আমাদের কিছু বললে বলতে পারি,কেন্দ্রীয় সরকার দেখছে, আমার অনুরোধ থাকছে বর্ডার এলাকা নজর রাখুন, কোনও গন্ডগোল জড়িয়ে পড়বেন না, শান্তি ফিরে আসুক, আমারা মনে করি পাড়া প্রতিবেশী ভালো থাকলে আমরা ভালো থাকবো,

মমতা এদিন আরও বলেন, “এটা ২-৩ মাসে হয় না, এটা করতে সময় লাগে ২-৩ বছর। যাদের আধার কার্ড নেই তারা বানিয়ে নেবেন।”