Mamata Banerjee on Kejriwal: গ্রেফতারির খবর শুনেই কেজরীবালের স্ত্রীর সঙ্গে কথা বললেন মমতা, আজই কমিশনে যাবেন ডেরেক
Mamata Banerjee on Kejriwal: এক্স মাধ্যমে মমতা লিখেছেন, "আমি অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির প্রতিবাদ জানাচ্ছি। বারবার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। আর অন্যদিকে, সিবিআই-ইডির মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেউ কেউ তাদের দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে।"
কলকাতা: আবগারি দুর্নীতি মামলায় শুক্রবার গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। এরপরই প্রতিবাদে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স মাধ্যমে কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তিনি জানিয়েছেন কেজরীবালের গ্রেফতারির খবর পেয়েই তাঁর স্ত্রী সুনীতা কেজরীবালের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। মমতার দাবি, বারবার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে ও গ্রেফতার করা হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগেই অপর একটি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেফতার হয়েছেন হেমন্ত সোরেন।
এক্স মাধ্যমে মমতা লিখেছেন, “আমি অরবিন্দ কেজরীবালের গ্রেফতারির প্রতিবাদ জানাচ্ছি। বারবার বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। আর অন্যদিকে, সিবিআই-ইডির মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও কেউ কেউ তাদের দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে। বিশেষত বিজেপিতে যোগ দিলেই ছাড় পেয়ে যাচ্ছে তারা।” গণতন্ত্রের ওপর আক্রমণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন মমতা।
একই সঙ্গে মমতা জানিয়েছেন, ইন্ডিয়া জোটের সদস্যরা শুক্রবারই নির্বাচন কমিশনে যাচ্ছেন। বিরোধী দলের নেতাদের যেভাবে গ্রেফতার করা হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই রাজনৈতিক দলের সদস্যরা যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ডেরেক ও ব্রায়েন ও নাদিমুল হক। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তৃণমূল সুপ্রিমো।
I vehemently condemn the arrest of Arvind Kejriwal, the sitting elected Chief Minister of Delhi elected by the people. I have personally reached out to Smt Sunita Kejriwal to extend my unwavering support and solidarity. It’s outrageous that while elected opposition CMs are being…
— Mamata Banerjee (@MamataOfficial) March 22, 2024