Mamata Banerjee: সর্বভারতীয় পরীক্ষার শীর্ষ স্থানে বাংলার ITI পড়ুয়ারা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: আইটিআই হল মূলত বিশেষ প্রশিক্ষণ, যা বিভিন্ন পেশার ক্ষেত্রে কাজে লাগে। বাংলার সাফল্যে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: জাতীয় স্তরে বাংলার আইটিআই পড়ুয়াদের ব্যাপক সাফল্য। টুইটে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের অল ইন্ডিয়া ট্রেড টেস্ট- পরীক্ষায় বাংলার একাধিক পড়ুয়া ভাল ফলাফল করেছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন কোর্সে সারা দেশের যে ৫০ জন শীর্ষ স্থান অধিকার করেছেন, যার মধ্যে ৮ জনই বাংলার পড়ুয়া। সেই আটজনের মধ্যে ৪ জন ছাত্রী ও ৪ ছাত্র রয়েছেন। তাঁদের প্রত্যেককে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে এবারই প্রথমবার নয়, গত বছরেও সর্বভারতীয় ওই পরীক্ষায় বাংলার আইটিআই পড়ুয়ারা ভাল ফল করেছিলেন। ২০২২-এর ওই পরীক্ষায় ১০ জন বাংলার পড়ুয়া শীর্ষ স্থান অধিকার করেছিলেন তিনি। এছাড়া আইটিআই পড়ুয়াদের পাশের হারেও বাংলার পড়ুয়ারাই এগিয়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Glad to share that our ITI trainees have performed well at national level exam All India Trade Test (AITT). This year (2023) out of 50 toppers across the nation from different course categories, there are 08 ITI students from West Bengal which is highest across the country. Four…
— Mamata Banerjee (@MamataOfficial) September 26, 2023