Mamata Banerjee on Bagtui Massacre: ‘দুর্ভাগ্যজনক ঘটনা’, রামপুরহাট-কান্ড প্রসঙ্গে কী বললেন মমতা?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 22, 2022 | 8:35 PM

Mamata Banerjee on Bagtui Massacre: তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে এই ঘটনা আসলে বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র। আর সেই ঘটনাকেই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করলেন মমতা।

Mamata Banerjee on Bagtui Massacre: দুর্ভাগ্যজনক ঘটনা, রামপুরহাট-কান্ড প্রসঙ্গে কী বললেন মমতা?
আজ বাগটুইয়ে মমতা

Follow Us

মঙ্গলবার সকাল থেকে কার্যত উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাতের অন্ধকারে বীরভূমের বগটুই গ্রামে আগুন জ্বালাল কারা তৃণমূলের উপপ্রধান খুন হওয়ার কয়েক ঘণ্টা পরই একরম একটা ঘটনা ঘটল কী ভাবে কেনই বা মুখে কুলুপ এঁটেছেন প্রতিবেশীরা এই সব প্রশ্নের উত্তর এখনও অধরা। তবে রাজ্যে শাসকের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। এই ইস্যুতে এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি না দিলেও রাজ্যপালকে লেখা চিঠিতে তিনি ঘটনা সম্পর্কে মত প্রকাশ করেছেন।

রামপুরহাট-হত্য়াকান্ড সম্পর্কে কী বললেন মুখ্যমন্ত্রী, একনজরে

  1. এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। একাধিক মূল্যবান জীবন শেষ হয়ে গিয়েছে। মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার শোকাহত।
  2. রাজ্য সরকার ইতিমধ্যেই মহকুমায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সিট-ও গঠন করা হয়েছে।
  3. এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
  4. ঘটনাস্থলে নজর রাখছেন জেলাশাসক, পুলিশ সুপার, আইজি
  5. দ্রুত দোষীদের গ্রেফতার করতে ডিজিকে নির্দেশ দিয়েছি।
  6. কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী নৃশংসভাবে খুন করেছে তৃণমূলের উপপ্রধানকে।
  7. রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করা হয়েছে, এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
Next Article