
কলকাতা: পরীক্ষায় কি বসতেই হবে এসএসসি চাকরিহারাদের? মঙ্গলবার বিকাল পাঁচটায় চাকরিহারাদের জন্য বিশেষ সাংবাদিক বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের ফেসবুক পেজে এই বিষয়টি উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবারই শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষকদের ৬ প্রতিনিধি। তাঁরা স্পষ্ট করে নিজেদের দাবি দাওয়া জানিয়ে এসেছিলেন। বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। তবে তাঁদের প্রধান দাবি ছিল, কোনওভাবেই তাঁরা আর যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসবেন না। কীভাবে পরীক্ষা ছাড়া যোগ্য শিক্ষকদের তাঁদের চাকরিতে পুনর্বহাল করা যায়, সে ব্যাপারে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। শিক্ষা সচিবকে তাঁরা সেকথা জানিয়ে এসেছিলেন। পরে বিকালে সাংবাদিক বৈঠক করে চাকিরাহারারা জানান, পরীক্ষা না দেওয়ার বিষয়ে শিক্ষাসচিব তাঁদের কথা দিয়েছেন, বিষয়টি নিয়ে আইনি পরামর্শ নেবেন বলে, তবে কোনও আশ্বস্ত করেননি। তারপরই মুখ্যমন্ত্রীর এহেন বার্তা। তাতে নতুন করে প্রশ্ন উঠছে, পরীক্ষায় কি বসতেই হবে চাকরিহারাদের?
চাকরিহারারা প্রথম থেকেই শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে আলোচনা ও নিজেদের দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা না করে সাংবাদিক বৈঠক থেকেই তাঁদের উদ্দেশে বিশেষ বার্তা দেবেন বলে জানিয়েছেন।
৩১ মে-র মধ্যে সুপ্রিম কোর্ট নয়া বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। তাতে হাতে মাত্র চার দিন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে কী বার্তা দেন, সেটাই দেখার। এ প্রসঙ্গে চাকরিহারা শিক্ষকদের তরফে বাসুদেব মণ্ডল বলেন, “আমরা অবশ্যই চাইব, যোগ্য শিক্ষকদের চাকরি যাতে সুনিশ্চিত হয়, তার জন্য কোনও বার্তা দিক। উনি আশ্বস্ত করেছিলেন, উনি থাকলে একজন যোগ্যেরও চাকরি যাবে না। সরকার কী ভাবছে সে বিষয়ে আমরা ধোঁয়াশায়। আশা করব সাংবাদিক বৈঠক থেকে সেই ধোঁয়াশাই কাটবে।আমরা কখনই পরীক্ষায় বসব না। আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। আমাদের কি এখন সেই শারীরিক মানসিক অবস্থা রয়েছে?”