
কলকাতা: ভবানীপুরে ফের বিএলএ (BLA)-দের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভার সব কাউন্সিলর ও বিএলএ-দের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে কী বার্তা দেবেন তিনি? এখন সেইটাই দেখার।
এর আগে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিএলএ (BLA)-২ দের নিয়ে বৈঠকে বসেছিলেন। ভাবানীপুর এলাকায় যতজন বিএলএ ২ ছিলেন, সকলকে নিয়ে বৈঠকে বসেছিলেন সেখানকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ ফের একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকটি ডেকেছেন ফিরহাদ হাকিম। শুধু তিনি নন, থাকবেন সুব্রত বক্সীও। এই ভবানীপুরে প্রচুর অবাঙালি ভোটার রয়েছেন। গুজরাটি, মারোয়ারি, পঞ্জাবি সকলেরই বাস এখানে। লোকসভা ভোটের সময় দেখা গিয়েছে এইখানকার কিছু ভোট বিজেপির ঝুলিতে গিয়েছে।
তাই এই ভবানীপুর কেন্দ্রের ভোট এবং তার রূপরেখা কীভাবে পরিচালনা করা হবে সেই কারণে দ্বিতীয়বারের জন্য বৈঠক ডাকা হয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। ফলে এ দিন বিধায়ক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেই দিকেই তাকিয়ে সকলে। অপরদিকে, এই ভবানীপুরে নজর রয়েছে শুভেন্দু অধিকারীরও। একাধিকবার মমতাকে ভাবানীপুরে হারানোর জন্য় সুর চড়িয়েছিলেন তিনি। এই আবহে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেইটাই দেখার।