AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctors Salary: আরজি কর-কাণ্ডের ৬ মাস পর ডাক্তারদের বেতন বাড়ানোর ঘোষণা, কাদের বেতন কত বাড়ছে

Doctors Salary: সোমবারের বৈঠকে প্রায় আড়াই হাজার চিকিৎসক উপস্থিত ছিলেন। মঞ্চে মমতা ছাড়াও উপস্থিত ছিলেন, মুখ্যসচি, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব প্রমুখ।

Doctors Salary: আরজি কর-কাণ্ডের ৬ মাস পর ডাক্তারদের বেতন বাড়ানোর ঘোষণা, কাদের বেতন কত বাড়ছে
চিকিৎসকদের সঙ্গে বৈঠক মমতারImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 1:57 PM
Share

কলকাতা: গত বছরের অগস্ট মাসে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেয়। স্বাস্থ্য ভবনের সামনে দিনের পর দিন বিক্ষোভ দেখান চিকিৎসকদের একাংশ। পরিস্থিতি সামলাতে নিজে সেই মঞ্চে পৌঁছে গিয়েছিলেন মমতা। সেখানেই ক্ষোভ মেটেনি। দীর্ঘদিন ধরে ধর্মতলায় চলে চিকিৎসকদের অনশন আন্দোলন। সেই ঘটনার প্রায় ৬ মাস পর, আজ সোমবার ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই বৈঠকেই চিকিৎসকদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মমতা।

কাদের কত বেতন বাড়ল?

ইন্টার্ন, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি- সবার বেতন ১০,০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা করলেন মমতা।

এছাড়া, সর্বস্তরের সিনিয়র ডাক্তারদের বেতন ১৫,০০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পোস্ট ডক্টরেট চিকিৎসকদের বেতন ৭৫ হাজার থেকে বেড়ে হল ১ লক্ষ টাকা, পিজিটি’দের বেতন ৭০ হাজার থেকে বেড়ে হল ৮৫ হাজার টাকা, ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ৬৫ হাজার থেকে বেড়ে ৮০ হাজার টাকা হল।

আর কী কী ঘোষণা হল ডাক্তারদের জন্য?

চিকিৎসকরা নিরাপত্তার দাবি জানিয়েছিলেন। সে কথা উল্লেখ করে মমতা এদিন নির্দেশ দেন, প্রয়োজনে এক্স সার্ভিসম্যানদেরকেও যুক্ত করা হোক। মোবাইল ভ্যান বাড়ানোর কথাও বলেছেন তিনি। এছাড়া, হস্টেল ও খেলাধুলোয় অর্থ বরাদ্দ করা হয়েছে। যাতে প্রতিটি মেডিক্যাল কলেজে খেলাধুলোর ব্যবস্থা থাকে।