Mamata Banerjee: ‘উৎসবের মধ্যে ১৫ দিনে SIR হবে কীভাবে?’, বঙ্গে যখন কমিশনের টিম, প্রশ্ন তুললেন মমতা

Mamata Banerjee On SIR: বুধবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। এদিনই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, "ওরা ভাবে কি, ১৫ দিনের মধ্য়ে SIR হয়ে যায়? নির্বাচন কমিশন কি স্বতন্ত্র ভূমিকা পালন করছে না বিজেপির হয়ে কাজ করছে?"

Mamata Banerjee: উৎসবের মধ্যে ১৫ দিনে SIR হবে কীভাবে?, বঙ্গে যখন কমিশনের টিম, প্রশ্ন তুললেন মমতা
SIR নিয়ে মুখ্যমন্ত্রী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 08, 2025 | 5:03 PM

কলকাতা: বিপর্যয় নিয়েও রাজনীতি তুঙ্গে। বাংলায় SIR নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজিরভাবে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, উৎসবের মধ্যে ১৫ দিনের মধ্যে SIR হবে কীভাবে? নির্বাচন কমিশন কি বিজেপির?

বুধবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। এদিনই কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “ওরা ভাবে কি, ১৫ দিনের মধ্য়ে SIR হয়ে যায়? নির্বাচন কমিশন কি স্বতন্ত্র ভূমিকা পালন করছে না বিজেপির হয়ে কাজ করছে?”

প্রসঙ্গত, SIR এর কাজ খতিয়ে দেখতে বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম এসেছে। কমিশনের এই বিশেষ দলের নেতৃত্বে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বুধবার CEOকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে ইঙ্গিত মিলেছে, ১৫ অক্টোবরের মধ্যেই বাংলায় SIR হতে পারে! তাতে বাংলায় জল্পনা তুঙ্গে।

কিন্তু কেন এমনটা মনে করা হচ্ছে?

বুধবার প্রথম পর্যায়ের বৈঠকে কমিশনের কর্তাদের তরফে জানতে চাওয়া হয়, SIR-এর জন্য় বাংলার প্রতিটি জেলা কতটা প্রস্তুত? বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম তিন থেকে চারদিনের মধ্যে অন্তত ২০ শতাংশ ছাপানো কী সম্ভব? সেই প্রস্তুতি কতটা আছে? সেটাও জানতে চান দিল্লি থেকে আসা টিমের সদস্যরা।

আলোচনার মাঝে বিহারের প্রসঙ্গ উত্থাপন করেন কমিশনের কর্তারা। বিহারে যখন SIR ঘোষণা হয়, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এনুমারেশন ফর্ম ছাপার প্রক্রিয়া শুরু হয়, তাতে সমস্যায় পড়তে হয় নির্বাচনী আধিকারিকদের। বাংলার ক্ষেত্রে ২-৩ দিনের মধ্যে অন্ততপক্ষে ২০ শতাংশ এই কাজ করা সম্ভব কিনা, সেটা এদিনের বৈঠকে জানতে চাওয়া হয়। সূত্রের খবর, সেক্ষেত্রে কমিশনের কর্তারা বারবার ১১-১৫ অক্টোবর এই সময়সীমার কথা উল্লেখ করেছেন, তাতেই মনে করা হচ্ছে, ১৫ অক্টোবরের পরই বাংলা SIR হতে পারে।

কিন্তু এরইমধ্যে উত্তরবঙ্গ ভয়ঙ্কর বিপর্যয়, সঙ্গে বাংলায় এখনও উৎসবের মরশুম কাটে নি। উত্তরবঙ্গে প্রশাসনিক কর্তারা ব্যস্ত, দক্ষিণবঙ্গে সবেমাত্র সরকারি দফতরগুলো ছুটি কাটিয়ে কাজ শুরু করেছে। এই পরিস্থিতিতে কীভাবে এই কম সময়ের ব্যবধানে SIR সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, “গোটা বাংলায় কীরকম প্রস্তুতি রয়েছে, সেটা জানতে চাওয়া হয়েছে। পরিকাঠামো নিয়ে কিছু ইস্যু রয়েছে, সেটা কথা হয়েছে। “