AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ১৫ অক্টোবরের পরই কি বাংলায় SIR? জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বৈঠকে মিলল ইঙ্গিত

SIR: সূত্রের খবর,  প্রতি জেলা SIR নিয়ে কতটা প্রস্তুত রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম তিন থেকে চারদিনের মধ্যে অন্তত ২০ শতাংশ ছাপানো কী সম্ভব? সেই প্রস্তুতি কতটা আছে? সেটাও জানতে চান দিল্লি থেকে আসা টিমের সদস্যরা।

SIR: ১৫ অক্টোবরের পরই কি বাংলায় SIR? জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বৈঠকে মিলল ইঙ্গিত
CEO-র নেতৃত্বে বৈঠকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 08, 2025 | 3:19 PM
Share

কলকাতা: ১৫ অক্টোবরের পরই কি বাংলায় SIR, দক্ষিণবঙ্গের জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমের প্রতিনিধিদের বৈঠকের পর জল্পনা তুঙ্গে। কারণ দিল্লি থেকে আসা টিমের সদস্যদের তরফে বৈঠকে সেরকমই ইঙ্গিত মিলেছে বলে খবর।  SIR এর কাজ খতিয়ে দেখতে বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম। কমিশনের এই বিশেষ দলের নেতৃত্বে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। বুধবার CEOকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন।

সূত্রের খবর,  প্রতি জেলা SIR নিয়ে কতটা প্রস্তুত রয়েছে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম তিন থেকে চারদিনের মধ্যে অন্তত ২০ শতাংশ ছাপানো কী সম্ভব? সেই প্রস্তুতি কতটা আছে? সেটাও জানতে চান দিল্লি থেকে আসা টিমের সদস্যরা। আলোচনার মাঝে বিহারের প্রসঙ্গ উত্থাপন করেন কমিশনের কর্তারা। বিহারে যেখানে যেখানে খামতি থেকে গি য়েছে,  সেক্ষেত্রে বিভিন্ন অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। কারণবিহারে যখন SIR ঘোষণা হয়, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এনুমারেশন ফর্ম ছাপার প্রক্রিয়া শুরু হয়, তাতে সমস্যায় পড়তে হয় নির্বাচনী আধিকারিকদের। বাংলার ক্ষেত্রে ২-৩ দিনের মধ্যে অন্ততপক্ষে ২০ শতাংশ এই কাজ করা সম্ভব কিনা, সেটা এদিনের বৈঠকে জানতে চাওয়া হয়।

কমিশন চাইছে, বিজ্ঞপ্তির আগেই এনুমারেশন ফর্ম ছাপিয়ে রাখা হোক। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার অংশ নিয়েছিলেন। যাবতীয় কাজ ১১-১৫ অক্টোবর শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বারবার কর্তারা ১১-১৫ অক্টোবর এই সময়সীমার উল্লেখ করেছেন।  তাতেই মনে করা হচ্ছে, ১৫ অক্টোবরের পরই বাংলায় SIR হতে পারে।

প্রসঙ্গত, বুধবার CEOকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন টিমের সদস্যরা। বৈঠক শেষেই টিমের সদস্যরা চলে যাবেন রাজারহাট-গোপালপুরে। একেবারে বুথ স্তরের সকলের সঙ্গে, মূলত বিএলও-দের সঙ্গে বৈঠক করবেন। মূলত এই রাজারহাট-গোপালপুর-নিউটাউন এলাকা নিয়েই বিরোধীরা বিস্তর অভিযোগ তুলেছেন। , রাজারহাট-গোপালপুরের ERO-কে নিয়েও ইতিমধ্যেই অভিযোগ করেছে কমিশন। সেই বিষয়টিও খতিয়ে দেখতে যাবে এই টিম। তারপর সেখান থেকে যাবে বারাসত।