BSF: গায়ে পাকিস্তানের পতাকা, চাষের জমিতে এই জিনিস পেতেই হাই অ্যালার্ট জারি করল BSF
India-Pakistan Border: ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই গ্রামের কৃষিজমিতে প্রথম এই বেলুন দেখা যায়। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেধেছিল, সে কথা মাথায় রেখেই গ্রামের প্রধান সঙ্গে সঙ্গে পুলিশ ও বিএসএফ পোস্টে খবর দেন। কয়েক মিনিটের মধ্যেই বিএসএফ ঘটনাস্থলে এসে পৌঁছয়।

বিকানির: আবার পাকিস্তানের কারসাজি শুরু? রাজস্থানের বিকানিরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে মিলল পাকিস্তানি বেলুন। কী উদ্দেশ্য নিয়ে এই বেলুন পাঠানো হয়েছিল, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য। ইতিমধ্যেই নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়েছে।
শুক্রবার মধ্য রাতে বিকানিরের সিয়াসার চৌগান গ্রামের মাঠে গ্রামবাসীরা দেখতে পান এক সন্দেহজনক এয়ার বেলুন। ওই বেলুনের গায়ে লেখা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। পাকিস্তানের দিক থেকে এই বিমান আসতেই স্থানীয় বাসিন্দারা বিএসএফ ও পুলিশকে সতর্ক করে।
ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই গ্রামের কৃষিজমিতে প্রথম এই বেলুন দেখা যায়। অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেধেছিল, সে কথা মাথায় রেখেই গ্রামের প্রধান সঙ্গে সঙ্গে পুলিশ ও বিএসএফ পোস্টে খবর দেন। কয়েক মিনিটের মধ্যেই বিএসএফ ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং গোটা এলাকা ঘিরে ফেলে। ঘণ্টাখানেক ধরে গোটা এলাকা তল্লাশি চালানো হয়। বেলুনটিও খতিয়ে দেখা হয়।
আধিকারিকরা জানিয়েছেন, বেলুনে বিস্ফোরক পদার্থ, সেন্সর ডিভাইস, ট্রান্সমিটার বা অন্য কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, ঝোড়ো হাওয়াতেই পাকিস্তান থেকে ওই বেলুন ভারতে চলে এসেছে। তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না গোয়েন্দারা। এর আগেও একাধিকবার এই ধরনের পাকিস্তানি বিমান ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে পাওয়া গিয়েছে। তাছাড়া পাকিস্তান থেকে রাজস্থানের খাজুওয়ালা, অনুপগড় ও রাইসিংনগর সেক্টরে ড্রোনের মাধ্যমে মাদক ও নজরদারির বিভিন্ন জিনিস পাঠানো হয়। তাই এই বেলুন মিলতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
