Mamata Banerjee in Assembly: এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee in Assembly: রবিবার তিন রাজ্যে জয়ী হয়েছে বিজেপি। আর সোমবার সকাল থেকেই পারদ চড়ছে বিধানসভা চত্বরে। কক্ষের বাইরে এদিন লাড্ডু বিলি করেন বিজেপি বিধায়করা। তাঁদের পরণে ছিল রাজস্থানি পোশাক।

Mamata Banerjee in Assembly: এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়: মমতা বন্দ্যোপাধ্যায়
বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 3:02 PM

কলকাতা: একদিকে যখন জয়ের আনন্দে লাড্ডু বিলি করছেন বিজেপি বিধায়করা, তখন বিধানসভা কক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বললেন ‘এটা মানুষের পরাজয় নয়। এটা কংগ্রেসের পরাজয়।’ অন্য রাজ্যের ভোটের ফলাফল নিয়ে তিনি যে বিশেষ চিন্তিত নন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বেল পাকলে কাকের কী!’

বিধানসভায় আর কী কী বললেন মমতা, একনজরে

  1. একটা ভোট জিতেছে, লাড্ডু বিলোছে। আমাকে চোর বলছে। তোদের যা খুশি বল। বেল পাকলে কাকের কী? : মমতা।
  2. আমার স্থির বিশ্বাস জোট ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে: মমতা।
  3. এটা কংগ্রেসের পরাজয়, মানুষের পরাজয় নয়: মমতা।
  4. নির্বাচন কোথায় হল, এ তো এজেন্সির পলিউশন। কেউ জিতলে শুভেচ্ছা থাকবে, কিন্তু গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। আমার ধিক্কার থাকবে: মমতা।
  5. জীবনে কারও কাছে টাকা নিয়ে চা খাইনি। আর আমাকে বলা? পকেটমার রাই বেশি চিৎকার করে: মমতা।
  6. আসন সমঝোতা হলে ২০২৪- এ বিজেপি ক্ষমতায় আসবে না: মমতা।
  7. এটা ভোট কাটাকাটির জয়, ভোট ফাটাফাটি নয়: মমতা।
  8. ভোটের রেজাল্ট দেখছিলাম। কংগ্রেস দুটো হারিয়েছে। একটা পেয়েছে। কংগ্রেস পেয়েছে ৩৯ শতাংশ ভোট, বিজেপি ৪২ শতাংশ।
  9. বাম জমানার দেনা এখনও ভোগ করতে হচ্ছে। দেনা শোধ করেও এক তারিখে মাইনে দিই, পেনশন দিই: মমতা।
  10. প্রধানমন্ত্রীর বিজ্ঞাপন দেখছিলাম। সব নাকি উনিই করছেন। তখন নির্বাচন চলছিল। এটা ঠিক নয়: মমতা।