‘মমতা মিথ্যা বলছেন, নাটক করছেন’, বিস্ফোরক প্রত্যক্ষদর্শী, ঘটনার মুহূর্তের ভিডিয়ো ফাঁস

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: arunava roy

Mar 11, 2021 | 1:23 PM

পায়ে আঘাত লাগার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Injured In Nandigram)। ফাঁস হল সেই ভিডিয়ো...

Follow Us

নন্দীগ্রাম: মঙ্গলবার সকাল পর্যন্ত ‘সো কল্ড’ অনামি ছিল গ্রামটা। বুধবার সন্ধ্যা সাতটার পর থেকে নন্দীগ্রামের সেই বিরুলিয়া বাজার গোটা বাংলা তথা দেশের ফোকাসে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার (Mamata Banerjee Injured In Nandigram) অভিযোগ উঠেছে। গাড়ি থেকে নামার সময়ে পায়ে চোট লেগেছে তাঁর। বুধবার রাত থেকেই উত্তপ্ত নন্দীগ্রামের বিরুলিয়া বাজার। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় তপ্ত হয়ে ওঠে এলাকা। এ দিন সকালে ঘটনাস্থলে যান ডিএম এসপি। তাঁদের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকরা।

এ সবের মধ্যে বিরুলিয়া বাজার এলাকারই বাসিন্দা এক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এ ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, বিরুলিয়া বাজারের মোড়ের মাথায় দুটি লোহার খুঁটি পোঁতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা স্করপিও উল্টো দিক থেকে এসে ঠিক সেই লোহার খুঁটির সামনেই দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, সবজি বাজারের পাশে একটি কর্মিসভায় যোগ দেওয়ার কথা ছিল মমতার। ওই এলাকায় আগে থেকেই ভিড় জমিয়েছিলেন উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনের দরজাটা খোলা ছিল। মমতা হাত নাড়িয়ে জনসংযোগের চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, মমতার গাড়ি ঠিক লোহার পিলার দুটোর মাঝে এসে দাঁড়ায়। গাড়ির দরজা পুরোপুরি খুলে নামার চেষ্টা করেন মমতা। সেক্ষেত্রে কোনওভাবে গাড়ির দরজা লোহার পিলারেই ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় সজোরে ধাক্কা লাগে। তখনই মাটিতে পড়ে যান মমতা।

আরও পড়ুন: দোকানের সামনে ভিড় ছিলই, মমতা গাড়ি থেকে পা নামাতেই আকস্মিক বিষয়টা ঘটে! প্রত্যক্ষদর্শী দিলেন ইঙ্গিত

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউই ধাক্কা মারেননি। উল্টে তাঁরা দাবি করছেন, পুলিশ ঘটনাস্থলে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীরাও ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন।” যদিও গাড়ি ঘিরে জনতার ভিড় থাকায় মমতার দাবিও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। জনসংযোগ করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জ়েড ক্যাটাগরি প্রাপ্ত হাইপ্রোফাইল নেত্রীর এতকাছে ভিড় থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

ঘটনার মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। দেখুন সেই ছবি…

যদিও পায়ে আঘাত লাগার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪-৫ জন মিলে ইচ্ছে করে তাঁকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। স্থানীয় পুলিশ, এসপি কেউ ছিল না ঘটনাস্থলে। অভিযোগ খোদ তুলেছেন খোদ পুলিশমন্ত্রী।

নন্দীগ্রাম: মঙ্গলবার সকাল পর্যন্ত ‘সো কল্ড’ অনামি ছিল গ্রামটা। বুধবার সন্ধ্যা সাতটার পর থেকে নন্দীগ্রামের সেই বিরুলিয়া বাজার গোটা বাংলা তথা দেশের ফোকাসে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার (Mamata Banerjee Injured In Nandigram) অভিযোগ উঠেছে। গাড়ি থেকে নামার সময়ে পায়ে চোট লেগেছে তাঁর। বুধবার রাত থেকেই উত্তপ্ত নন্দীগ্রামের বিরুলিয়া বাজার। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় তপ্ত হয়ে ওঠে এলাকা। এ দিন সকালে ঘটনাস্থলে যান ডিএম এসপি। তাঁদের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকরা।

এ সবের মধ্যে বিরুলিয়া বাজার এলাকারই বাসিন্দা এক প্রত্যক্ষদর্শীর কথায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এ ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, বিরুলিয়া বাজারের মোড়ের মাথায় দুটি লোহার খুঁটি পোঁতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা স্করপিও উল্টো দিক থেকে এসে ঠিক সেই লোহার খুঁটির সামনেই দাঁড়ায়। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, সবজি বাজারের পাশে একটি কর্মিসভায় যোগ দেওয়ার কথা ছিল মমতার। ওই এলাকায় আগে থেকেই ভিড় জমিয়েছিলেন উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনের দরজাটা খোলা ছিল। মমতা হাত নাড়িয়ে জনসংযোগের চেষ্টা করছিলেন।

প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, মমতার গাড়ি ঠিক লোহার পিলার দুটোর মাঝে এসে দাঁড়ায়। গাড়ির দরজা পুরোপুরি খুলে নামার চেষ্টা করেন মমতা। সেক্ষেত্রে কোনওভাবে গাড়ির দরজা লোহার পিলারেই ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়। তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের পাতায় সজোরে ধাক্কা লাগে। তখনই মাটিতে পড়ে যান মমতা।

আরও পড়ুন: দোকানের সামনে ভিড় ছিলই, মমতা গাড়ি থেকে পা নামাতেই আকস্মিক বিষয়টা ঘটে! প্রত্যক্ষদর্শী দিলেন ইঙ্গিত

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউই ধাক্কা মারেননি। উল্টে তাঁরা দাবি করছেন, পুলিশ ঘটনাস্থলে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীরাও ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছেন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন।” যদিও গাড়ি ঘিরে জনতার ভিড় থাকায় মমতার দাবিও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। জনসংযোগ করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জ়েড ক্যাটাগরি প্রাপ্ত হাইপ্রোফাইল নেত্রীর এতকাছে ভিড় থাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

ঘটনার মুহূর্তের ছবিও প্রকাশ্যে এসেছে। দেখুন সেই ছবি…

যদিও পায়ে আঘাত লাগার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৪-৫ জন মিলে ইচ্ছে করে তাঁকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। স্থানীয় পুলিশ, এসপি কেউ ছিল না ঘটনাস্থলে। অভিযোগ খোদ তুলেছেন খোদ পুলিশমন্ত্রী।

Next Article