মমতাকে দেখতে হাসপাতালে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি নেতৃত্ব, উত্তেজনা এসএসকেএম-এ
মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে (Mamata Banerjee Injured In Nandigram) দেখতে গিয়ে 'গো ব্যাক' স্লোগানের মুখে বিজেপি নেতৃত্ব (Bengal BJP)।
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে (Mamata Banerjee Injured In Nandigram) দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি নেতৃত্ব (Bengal BJP)। বৃহস্পতিবার মমতাকে দেখতে এসএসকেএম (SSKM) হাসপাতালে যান তথাগত রায় (Tathagata Roy), শমীক ভট্টাচার্যরা (Shamik Bhattacharya)। সাময়িক উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনা করে অনেক বিজেপি নেতাই টুইট করেছেন। তবে এই প্রথম মমতাকে দেখে হাসপাতালে যান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, তথাগত রায়। হাসপাতাল থেকে বেরিয়ে আসার মুখে তাঁদের দেখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। হাসপাতাল চত্বরেই ওঠে গো ব্যাক স্লোগান। সঙ্গে সঙ্গে এলাকায় পুলিশ সক্রিয় হয়ে ওঠে। উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকদের হাসপাতাল চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরাও অনুরোধ করেন, হাসপাতালে যাতে শান্তি রক্ষা করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য, বুধবার রাতেই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁকে দেখে বিক্ষোভ দেখানের অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমনকি রাজ্যপালের গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগও ওঠে।
তৃণমূলের তরফে অভিযোগ, এ পর্যন্ত এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, কিংবা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কোনও প্রতিক্রিয়া করেননি। যদিও এ বিষয়ে মুখ খুলেছেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষের বক্তব্য, “জেড প্লাস নিরাপত্তা থাকা সত্ত্বেও কী করে এমন ঘটনা ঘটল তার তদন্ত হওয়া দরকার।” মমতার নিরাপত্তা দিতে রাজ্য পুলিশ ব্যর্থ বলে মন্তব্য করেন দিলীপবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নন্দীগ্রামে ঠিক কী ঘটেছিল, তার তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এ বার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাচ্ছে বিজেপি প্রতিনিধি দল। অভিযোগ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূলের প্রতিনিধি দলও।
আরও পড়ুন: ‘মমতা মিথ্যা বলছেন, নাটক করছেন’, বিস্ফোরক প্রত্যক্ষদর্শী, ঘটনার মুহূর্তের ভিডিয়ো ফাঁস
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসায় গঠিত হয়েছে আট সদস্যের মেডিক্যাল বোর্ড। মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন অর্থোপেডিক মুকুল ভট্টাচার্য, মেডিসিন বিভাগের সৌমিত্র ঘোষ, অ্যানাস্থেসিস্ট শর্বরী সোয়াইকা, সার্জারি বিভাগের দীপ্তেন্দ্র সরকার, নিউরো মেডিসিন বিভাগের বিমানকান্তি রায়, নিউরো সার্জারি শুভাশিস ঘোষ, সিসিইউ বিভাগের আশুতোষ ঘোষ।